Breaking News

ভালবাসা প্রকৃত হলেই ডাকনাম হয় 'বিচ্ছেদ'!

ভালবাসা প্রকৃত হলেই ডাকনাম হয়- ‘বিচ্ছেদ’!

বিচ্ছেদ মানে- তোমাকে পাই’নি কোনদিন;

তোমাকে যদি না পাই তবে কি প্রেম সত্যনিষ্ঠ হয়?

তুমি চলে যেতেই- সালফিউরিক অনুভূতি’রা আজ অবহেলিত হয় বেদনার গৌরবে!

পৃথিবী জেনে যায় আবেগ মানে-

বারবার বিভিন্ন মেয়াদে পূর্নজন্ম নেওয়া সবথেকে ক্ষণস্থায়ী মানবিক সুড়সুড়ি আর অশ্রু –

ভালবাসার সিনথেটিক আকাশময় উৎকৃষ্ট অপচয়!

বেচে থাকার সহজ সূত্রে জেনেছি, ভুল’ক্রমে প্রতি’টি মানুষ’কেই অন্তত একবার মরে যেতে হয়;

অন্তত একাধিক বার অস্বীকার করতে হয় ভূলের সর্বোচ্চ দায়!তুমি চলে যেতেই-

পৃথিবী’র প্রাচীনতম বেদনার জন্ম দেয় এক পলাতক প্রেম!

No comments