আম চাষ করা হয় যেসব জেলাতে
আমচত্বর, নওদাপাড়া, রাজশাহী।
এই আম চত্বর রাশাহীযে আমরে রাজ্য তারই চিত্র বহন করে। রাজশাহী ও চাপাই নওয়াবগঞ্জ জেলা এদেশে আমের জন্য বিখ্যাত জেলা । সারাদেশের আমের চাহিদা পুরোন করে দেশের বাহিরেও আম রপ্তনি করছে এই দুই জেলার আম দিয়ে এখন রাজশাহী ছাড়াও দেশের বিভিন্ন স্থানে আমের চাষ শুরু হয়েছে এবং ভালো ফলনও পাওয়া যাচ্ছে। যেমন – খাগড়াছরি, নওগাঁ , রংপুর (হাড়ি ভাংগা) পাবনা, ঝিনাইদাহ, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে প্রচুর পরিমান আমের চাষ করা হয়।
No comments