
তুমি যাকে ভালোবাসা বলো,আমি তাকে বলি মোহ।।
আমি দেখেছি নিমিষেই তুচ্ছ কারণে এক যুগের ভালোবাসা ভাঙতে,
আবার দেখেছি যুগের পর যুগএকই ছাদের নিচে থেকে
ভালোবাসার রঙিন সব স্বপ্ন বুনতে।।
তুমি যাকে ভালোবাসা বলো, আমি তাকে বলি মোহ।।
আমি দেখেছি হাজার হাজার মাইল দূরে থেকেও অন্ধভাবে ভালোবাসতে,
আবার দেখেছি কাছে থেকেও ভালোবাসার মানুষ কে নির্মমভাবে ঠকাতে।।
তুমি যাকে ভালোবাসা বলো,আমি তাকে বলি মোহ।।
আমি দেখেছি এক থালা পান্তায়ভালোবাসা খুঁজে নিতে,
আবার দেখেছি বিলাসী চাহিদার তাড়নায় ভালোবাসা হারাতে।।
তুমি যাকে ভালোবাসা বলো,আমি তাকে বলি মোহ।।
আমার কাছে ভালোবাসা, নিছক ই এক মিথ্যে মোহ।।
কলমেতহুরা তাবাসসুম মীম