একদিন ছুটি হবে
কেটে যাবে অবসাদ-হতাশা
ঘুম ঘুম রাত্রির কপাল ছুঁয়ে লেগে থাকা জোছনার টিপ তার রং মেলাবে পৃথিবীর গায়।
ভোরের আকাশ গর্ভবতী হলে সবুজ-সোনালি ফসল ফলাবে মাঠ।
একদিন ছুটি হবে কেটে যাবে বিষাদ-বেদনা
পথের কাছে ঋণী থাকা দুপুর, বিকেল আর অনাগত সন্ধ্যা জন্ম দেবে একটি ভোরফুটলে ফুল আনাচে-কানাচে ,নাম হবে তার স্বপ্ন-গোলাপ।
একদিন ছুটি হবে
কেটে যাবে অমানিশার-অন্ধকার পৃথিবীর গায়ে লেগে থাকা সময়ের কাঁটা বুঝে নেবে তার জীবনের সমস্ত লেনদেন
প্রসন্ন হলে প্রকৃতি নিয়ম ভাঙবে অনিয়মের বেড়াজাল।
একদিন ছুটি হবে