Breaking News

তোমাকে পড়ে মনে

তোমাকে মনে পড়ে না,
শুধু মাত্র বাড়ির বাহিরে গেলে
যখন হর্ন বাজিয়ে ধীরগতিতে কেউ বাইক নিয়ে আমাকে ক্রস করে চলে যায় তখন মনে হয় এই তুমি আমার জন্য এসেছিলে বোধহয় ।

তোমাকে মনে পড়ে না,
কেবল মাএ মন খারাপ হলেই আফসোস হয়, তুমি থাকলে এখন হয়তো আমাকে চোখ রাঙ্গিয়ে বলতে “এই মেয়ে হাসো দেখি, দাঁত ভাঙ্গা নাকি “

তোমাকে মনে পড়ে না,
অথচ তোমার স্মৃতি গুলো খুটরে খুটরে আমার তোমাকে মনে করতেই হয়, না করলে আমার দম বন্ধ লাগে।

তোমাকে ভুলে গেছি, মনে পড়ে না আর এসব ভাবতেও তোমাকে আমার মনে করতেই হয়….
তোমাকে মনে পড়ে না,
শুধু তোমার জন্য কষ্ট হয়, দম বন্ধ হয়ে আসে তোমাকে ছাড়া একটা জীবন, কখনো কখনো
কেঁদে কেটে একাকার হয়েও তবুও তোমায় ভুলে যাওয়ার যুদ্ধে আবারো নেমে বসি।

তোমাকে সত্যিই আর মনে পড়ে না,
কেবল মাঝে মাঝে গভীর রাতে হটাৎ হটাৎ কেদেঁ উঠি, নির্ঘুম রাত জাগি, কখনো কখনো পুরো দিন পাগলের মতন তোমাকে দেখার অসুখ নিয়ে সন্ধ্যা নামাই।

এই যদি হয় তোমাকে ভোলার নমুনা, তবে আগে তো দেখছি নিজেকেই ভুলতে হয়।

তোমাকে ভুলেই তো গেছি কবে,
শুধু যখন অঝর ধারা বৃষ্টি হয়, তখন মনের গহীনে সুপ্ত কিছু অনুভূতির ভূ-কম্পনের সৃষ্টি হয়, আর কানের মাঝে ঝড়ের চেয়েও ঝড়ো গতিতে বাজতে থাকে, “এক সন্ধ্যায় সময় করে বেরিয়ে এসো আমি রিকশা নিয়ে অপেক্ষা করবো শহর ঘুরে হুট নামিয়ে তুমি আমি বৃষ্টি মাখবো”

ভুলে ভরা এই জীবনের ক্যানভাসে,
তুমি আমার না আঁকা পথছবি,
বইয়ে না ছাঁপা কবিতার লাইন,
গল্পের না পাওয়া সেই হারানো প্রেমিক,
অথচ এই তোমার জন্যই উৎস্বর্গ আমার সকল কবিতা, উদাসীন আঁকিবুঁকির রং, আর উপন্যাসের প্রেম ফিরে পাওয়া সেই ভাগ্যবান প্রেমিক যুগল।

তবুও বেচেঁ থাকার এই অবকাশে আমার তোমাকে ভুলাটাই ব্যস্ততা।

No comments