জমজ বউ | পর্বঃ শেষ পর্ব
অতঃপর বাবা আর নিধি চা খাওয়া শেষ করলো..তারপর বাবা বললো..
:-নিধি মা বলো তোমার কাছে কার তৈরি চা বেশি ভালো লেগেছে?
:-বাবা আগে আপনি বলুন..
:-আচ্ছা…এতদিন চয়নের তৈরি চা খেয়ে খেয়ে অভ্যাস্ত..কিন্তু আজ রিধি মায়ের তৈরি চা খেয়ে মনে হচ্ছে রিধি মায়ের চা বেশি টেষ্টি..
:-বাবা আমার ঠিক তাই..এতদিন দিদির তৈরি চা খেয়েছি..আজ চয়নের তৈরি চা খেয়ে মনে হচ্ছে এই চা বেশি টেষ্টি..
:-তাহলে আমার যৌথভাবে বিজয়ী?কারন দুজনই সমান ভোট পেয়েছি(আমি)
:-হুম…(বাবা)
আমরা কথাবার্তা বলছিলাম..তখন সকালে দেখা হওয়া সেই বন্ধু আর রিতু এসে আমাদের সাথে আড্ডাতে যোগ দিলো..তারপর সবাই একসাথে আড্ডা দিতে লাগলাম…..
*বেশ কয়েকদিন পর*
বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে ঘুরে এসেছি..আবার বাড়ি এসে অফিস শুরু করে দিয়েছি..আজ শুক্রবার তাই বাড়িতে আছি..তবে এই কয়দিনে একটা বিষয় খেয়াল করেছি..নিধি আমার সাথে ফ্রি কথা বললেও,.রিধি দরকার ছাড়া একটা কথাও বেশি বলেনা..বিষয়টা খুব ভাল ভাবেই খেয়াল করেছি…শুয়ে শুয়ে এসব ভাবছিলাম।তখন নিধি এসে ডাকতে ডাকতে লাগলো…
:-চয়ন উঠো..আরে উঠোনা…(ধাক্কাতে ধাক্কাতে)
:-আমি জেগেই আছি বলো কি বলবা..
:-তাড়াতাড়ি উঠে রেডি হও
:-কেনো?কই যাবো?
:-শপিংএ যাবো…এখানে তো আমার পযাপ্ত পরিমান পোশাক নাই..
:-ওহ..আচ্ছা।রিধি যাবেনা?
:-না দিদি যাবেনা…
:-কেনো?
:-জানিনা..আমি আর তুমি যাবো।আর দিদির পোশাক আমরাই কিনে আনবো..আমাদের সব পোশাকের মাপ সেইম..
:-আচ্ছা..
অতঃপর রেডি হয়ে নিধিকে নিয়ে শপিং করতে আসলাম..নিধির যা পছন্দ হলো সব দুইটা করে নিলো..শপিং শেষে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম..ভেবেছি আজ রিধির বিষয়টা নিয়ে নিধির সাথে কথা বলবো…
:-চয়ন ফুসকা খাবো..
:-ফুসকা?কোথাই?
:-এইতো চলো..
:-চলো..
অতঃপর ফুসকার দোকানে গিয়ে ফুসকা নিলাম দুই প্লেট..তারপর খেতে খেতে বললাম…
:-নিধি একটা বিষয় খেয়াল করেছো?
:-কি?
:-রিধি সবসময় আমাকে এভয়েড করে..আমি আর তুমি যেমন কথাবার্তা বলি ও তেমন কথা বলেনা..সারাদিন বাড়ির কাজ নিয়েই পড়ে থাকে..
:-আমিও হালকা হালকা খেয়াল করেছি..
:-আচ্ছা..তোমাদের মাঝে ঝগড়া হয়নিতো..
:-ঝগড়া হবে কেনো?আর কি জন্য?
:-এই যে আমার সাথে শুধুর তোমার বিয়ের কথা ছিলো..কিন্তু দুর্ঘটনাবশত রিধির বিয়ে হলো..এজন্য?
:-তোমাকে একটা কথা বলি…
:-হ্যা বলো…
:-রিধি আমার থেকে মাত্র কয়েক মিনিটের বড়..কিন্তু আমি ওকে বড় বোনের চোখে দেখি..আর ও আমাকে ছোটবোনের মতোই ভালোবাসে…আর আমাদের বিয়ে?বিয়েতে আমিই দিদিকে রাজি করিয়েছিলাম..দিদি শুধু আমার কথাই রাজি হয়েছিলো..যদিও বিয়েটা সমাজের চোখে ঠিক না…
:-তাহলে রিধি এত চুপচাপ কেনো থাকে?
:-সেটাতো আমিই জানতে চাই..
:-আচ্ছা..আমি যদি রিধিকে আলাদা করে জিজ্ঞাস করি..তবে হয়ত বলতে পারে
:-হুম..
:-আচ্ছা চলো উঠি…
:-হুম চলো…
অতঃপর আমি আর নিধি বাড়িতে ফিরে আসলাম..সারাদিন রিধির সাথে ফ্রি কথা বলার অনেক চেষ্টা করলাম..কিন্তু লাভ হলোনা..তিনি এই কাজ,সেই কাজ নিয়ে ব্যাস্ত..তাই ঠিক করেছি রিধির সাথে আলাদা করে কথা বলতে হবে….
সন্ধার সময় রিধিকে বললাম..
:-রিধি এখন ফ্রি আছো?
:-হুম…
:-তাহলে একটু ছাদে আসো..
:-কেনো?
:-দরকার আছে..
:-আচ্ছা তুমি গিয়ে বসো আমি আসছি…
:-আচ্ছা আসো…
অতঃপর আমি ছাদে এসে বসলাম..আর রিধির জন্য অপেক্ষা করছিলাম..কিছুক্ষন পর রিধি চা হাতে নিয়ে আসলো..সাথে নিধিকেও আনলো..আমি নিধিকে ইশারা করে বললাম..আমি রিধির সাথে আলাদা কথা বলবো…নিধি বিষয়টা বুঝতে পেরে বললো……..
:-দিদি তুই চয়নের সাথে কথা বল আমি নিচে থেকে আসছি..
:-নিচে যাবি কেনো?
:-এই একটু ওয়াশরুমে যাবো
:-আচ্ছা যা তাড়াতাড়ি আসিস
:-আচ্ছা..
অতঃপর নিধি চলে গেলো..আর রিধি চা নিয়ে আমার পাসে এসে বসলো এবং আমার দিকে এককাপ চা এগিয়ে দিলো..তারপর চা খেতে খেতে রিধিকে বললাম….
:-রিধি তোমাকে কিছু প্রশ্ন করবো?
:-হু করো…
:-তুমি আমার সাথে এত কম কথা বলো কেনো?আর এভয়েড করো কেনো?
:-কই কথা কম বলি?আমার যখন দরকার তখন সব তোমার কাছ থেকেই শুনি..
:-হুম তা ঠিক..কিন্তু দরকার ছাড়াও কি আর কথা বলা যাবেনা?
:-দরকার ছাড়া আবার কি কথা বলবো?
:-কেনো আমি আর নিধি দরকার ছাড়া কত গল্প করি..কই তুমি কোন সময় আমাদের সাথে গল্প করতে আসোনা..
:-এমনি ভালো লাগেনা?
:-রিধি এইটা কোন কথা নয়..সত্য কথাটা বললে খুশি হবো..
:-আসলে..দেখো নিধির সাথে শুধু তোমার বিয়ের কথা ছিল..কিন্তু দেখো আমি এতটাই অলক্ষি যে আমার বিয়েটা যার সাথে ঠিক হলো তার সাথেতো হলোইনা বরং নিধির সংসারে ভাগ বসালাম..কিন্তু আমি চাইনা নিধির ভালোবাসাতে ভাগ বসাতে..তাই আমি নিজের মতোই থাকি..
:-বাহ!দিদি তুই আমাকে এতটাই স্বার্থপর ভাবিস?আমি কখনো তোকে এসব নিয়ে কিছু বলেছি?আমি কি তোর এতটাই পর?(নিধি)
:-নারে বোন..তুই আমার সব থেকে আপন..
:-তাহলে..তুই নিজে থেকে এসব আবল তাবল ভেবে আমাকে স্বার্থপর বানিয়ে দিলি কেনো?
:-না তুই স্বার্থপর হবি কেনো?তুইতো আমার মিষ্টি বোন..
:-তাহলে বল..এখন থেকে আমাদের সাথে আড্ডা দিবি,গল্প করবি,একসাথে ঘুরতে যাবি?
:-আচ্ছা যাবো..এবার খুশি?
:-হুম…
:-কিন্তু আমি খুশিনা(আমি)
:-কেনো(রিধি&নিধি)
:-আমি এখনো আদর পাইনি…
অতঃপর দুই বৌ দুই গালে উম্মাআআআআআআআআআআআআআ…
………হ্যাপি ফ্যামিলি…….
:-নিধি মা বলো তোমার কাছে কার তৈরি চা বেশি ভালো লেগেছে?
:-বাবা আগে আপনি বলুন..
:-আচ্ছা…এতদিন চয়নের তৈরি চা খেয়ে খেয়ে অভ্যাস্ত..কিন্তু আজ রিধি মায়ের তৈরি চা খেয়ে মনে হচ্ছে রিধি মায়ের চা বেশি টেষ্টি..
:-বাবা আমার ঠিক তাই..এতদিন দিদির তৈরি চা খেয়েছি..আজ চয়নের তৈরি চা খেয়ে মনে হচ্ছে এই চা বেশি টেষ্টি..
:-তাহলে আমার যৌথভাবে বিজয়ী?কারন দুজনই সমান ভোট পেয়েছি(আমি)
:-হুম…(বাবা)
আমরা কথাবার্তা বলছিলাম..তখন সকালে দেখা হওয়া সেই বন্ধু আর রিতু এসে আমাদের সাথে আড্ডাতে যোগ দিলো..তারপর সবাই একসাথে আড্ডা দিতে লাগলাম…..
*বেশ কয়েকদিন পর*
বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে ঘুরে এসেছি..আবার বাড়ি এসে অফিস শুরু করে দিয়েছি..আজ শুক্রবার তাই বাড়িতে আছি..তবে এই কয়দিনে একটা বিষয় খেয়াল করেছি..নিধি আমার সাথে ফ্রি কথা বললেও,.রিধি দরকার ছাড়া একটা কথাও বেশি বলেনা..বিষয়টা খুব ভাল ভাবেই খেয়াল করেছি…শুয়ে শুয়ে এসব ভাবছিলাম।তখন নিধি এসে ডাকতে ডাকতে লাগলো…
:-চয়ন উঠো..আরে উঠোনা…(ধাক্কাতে ধাক্কাতে)
:-আমি জেগেই আছি বলো কি বলবা..
:-তাড়াতাড়ি উঠে রেডি হও
:-কেনো?কই যাবো?
:-শপিংএ যাবো…এখানে তো আমার পযাপ্ত পরিমান পোশাক নাই..
:-ওহ..আচ্ছা।রিধি যাবেনা?
:-না দিদি যাবেনা…
:-কেনো?
:-জানিনা..আমি আর তুমি যাবো।আর দিদির পোশাক আমরাই কিনে আনবো..আমাদের সব পোশাকের মাপ সেইম..
:-আচ্ছা..
অতঃপর রেডি হয়ে নিধিকে নিয়ে শপিং করতে আসলাম..নিধির যা পছন্দ হলো সব দুইটা করে নিলো..শপিং শেষে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম..ভেবেছি আজ রিধির বিষয়টা নিয়ে নিধির সাথে কথা বলবো…
:-চয়ন ফুসকা খাবো..
:-ফুসকা?কোথাই?
:-এইতো চলো..
:-চলো..
অতঃপর ফুসকার দোকানে গিয়ে ফুসকা নিলাম দুই প্লেট..তারপর খেতে খেতে বললাম…
:-নিধি একটা বিষয় খেয়াল করেছো?
:-কি?
:-রিধি সবসময় আমাকে এভয়েড করে..আমি আর তুমি যেমন কথাবার্তা বলি ও তেমন কথা বলেনা..সারাদিন বাড়ির কাজ নিয়েই পড়ে থাকে..
:-আমিও হালকা হালকা খেয়াল করেছি..
:-আচ্ছা..তোমাদের মাঝে ঝগড়া হয়নিতো..
:-ঝগড়া হবে কেনো?আর কি জন্য?
:-এই যে আমার সাথে শুধুর তোমার বিয়ের কথা ছিলো..কিন্তু দুর্ঘটনাবশত রিধির বিয়ে হলো..এজন্য?
:-তোমাকে একটা কথা বলি…
:-হ্যা বলো…
:-রিধি আমার থেকে মাত্র কয়েক মিনিটের বড়..কিন্তু আমি ওকে বড় বোনের চোখে দেখি..আর ও আমাকে ছোটবোনের মতোই ভালোবাসে…আর আমাদের বিয়ে?বিয়েতে আমিই দিদিকে রাজি করিয়েছিলাম..দিদি শুধু আমার কথাই রাজি হয়েছিলো..যদিও বিয়েটা সমাজের চোখে ঠিক না…
:-তাহলে রিধি এত চুপচাপ কেনো থাকে?
:-সেটাতো আমিই জানতে চাই..
:-আচ্ছা..আমি যদি রিধিকে আলাদা করে জিজ্ঞাস করি..তবে হয়ত বলতে পারে
:-হুম..
:-আচ্ছা চলো উঠি…
:-হুম চলো…
অতঃপর আমি আর নিধি বাড়িতে ফিরে আসলাম..সারাদিন রিধির সাথে ফ্রি কথা বলার অনেক চেষ্টা করলাম..কিন্তু লাভ হলোনা..তিনি এই কাজ,সেই কাজ নিয়ে ব্যাস্ত..তাই ঠিক করেছি রিধির সাথে আলাদা করে কথা বলতে হবে….
সন্ধার সময় রিধিকে বললাম..
:-রিধি এখন ফ্রি আছো?
:-হুম…
:-তাহলে একটু ছাদে আসো..
:-কেনো?
:-দরকার আছে..
:-আচ্ছা তুমি গিয়ে বসো আমি আসছি…
:-আচ্ছা আসো…
অতঃপর আমি ছাদে এসে বসলাম..আর রিধির জন্য অপেক্ষা করছিলাম..কিছুক্ষন পর রিধি চা হাতে নিয়ে আসলো..সাথে নিধিকেও আনলো..আমি নিধিকে ইশারা করে বললাম..আমি রিধির সাথে আলাদা কথা বলবো…নিধি বিষয়টা বুঝতে পেরে বললো……..
:-দিদি তুই চয়নের সাথে কথা বল আমি নিচে থেকে আসছি..
:-নিচে যাবি কেনো?
:-এই একটু ওয়াশরুমে যাবো
:-আচ্ছা যা তাড়াতাড়ি আসিস
:-আচ্ছা..
অতঃপর নিধি চলে গেলো..আর রিধি চা নিয়ে আমার পাসে এসে বসলো এবং আমার দিকে এককাপ চা এগিয়ে দিলো..তারপর চা খেতে খেতে রিধিকে বললাম….
:-রিধি তোমাকে কিছু প্রশ্ন করবো?
:-হু করো…
:-তুমি আমার সাথে এত কম কথা বলো কেনো?আর এভয়েড করো কেনো?
:-কই কথা কম বলি?আমার যখন দরকার তখন সব তোমার কাছ থেকেই শুনি..
:-হুম তা ঠিক..কিন্তু দরকার ছাড়াও কি আর কথা বলা যাবেনা?
:-দরকার ছাড়া আবার কি কথা বলবো?
:-কেনো আমি আর নিধি দরকার ছাড়া কত গল্প করি..কই তুমি কোন সময় আমাদের সাথে গল্প করতে আসোনা..
:-এমনি ভালো লাগেনা?
:-রিধি এইটা কোন কথা নয়..সত্য কথাটা বললে খুশি হবো..
:-আসলে..দেখো নিধির সাথে শুধু তোমার বিয়ের কথা ছিল..কিন্তু দেখো আমি এতটাই অলক্ষি যে আমার বিয়েটা যার সাথে ঠিক হলো তার সাথেতো হলোইনা বরং নিধির সংসারে ভাগ বসালাম..কিন্তু আমি চাইনা নিধির ভালোবাসাতে ভাগ বসাতে..তাই আমি নিজের মতোই থাকি..
:-বাহ!দিদি তুই আমাকে এতটাই স্বার্থপর ভাবিস?আমি কখনো তোকে এসব নিয়ে কিছু বলেছি?আমি কি তোর এতটাই পর?(নিধি)
:-নারে বোন..তুই আমার সব থেকে আপন..
:-তাহলে..তুই নিজে থেকে এসব আবল তাবল ভেবে আমাকে স্বার্থপর বানিয়ে দিলি কেনো?
:-না তুই স্বার্থপর হবি কেনো?তুইতো আমার মিষ্টি বোন..
:-তাহলে বল..এখন থেকে আমাদের সাথে আড্ডা দিবি,গল্প করবি,একসাথে ঘুরতে যাবি?
:-আচ্ছা যাবো..এবার খুশি?
:-হুম…
:-কিন্তু আমি খুশিনা(আমি)
:-কেনো(রিধি&নিধি)
:-আমি এখনো আদর পাইনি…
অতঃপর দুই বৌ দুই গালে উম্মাআআআআআআআআআআআআআ…
………হ্যাপি ফ্যামিলি…….
>>Tnx For Reading<<
>>THE END<<
>>THE END<<
No comments
info.kroyhouse24@gmail.com