Breaking News

জমজ বউ

:-এই আহাম্মমকের বাচ্চা হলো তোর?(বাবা)
:-আরে আহাম্মক আর একটু..
:-ওই আমি আহাম্মক?
:-হু..তুমিতো নিজেই আমাকে বললে আহাম্মকে বাচ্চা
:-ফালতু প্যাচাল বাদ দিয়ে তাড়াতাড়ি কর

:-কেনো?এত তাড়াহুড়ার কি আছে?বৌ মনে হচ্ছে পালিয়ে যাচ্ছে?
:-বৌ পালাচ্ছে না..লগ্ন পালিয়ে যাচ্ছে বুঝলি?
:-হু..বুঝছি
:-বুঝলে তাড়াতাড়ি আয়…
:-হু..
এতক্ষন যে দুই আহাম্মকের কথা শুনছিলেন..তারা সম্পর্কে বাবা ছেলে..ছেলেটা আমি..আমাদের পরিবার বলতে আমি আর বাবা..আর আমার বাবা আমাকে হুশিয়ারি দিচ্ছিলেন তাড়াতাড়ি রেডি হতে..কারন আজ বাবার জন্য বউমা আনতে যাচ্ছি…বাড়িতে এতদিন আমিই রান্না করতাম..কিন্তু চাকরি হওয়াতে রান্না করার সময় পাচ্ছিনা..তাই বাবা আমাকে বিয়ে দেওয়ার সিন্ধান্ত নিয়েছেন..আমি আর বাবা খুব ফ্রেন্ডলি…
একটা মজার বিষয় হলো..আমার সাথে যার বিয়ে হচ্ছে তার একটা জেরক্স আছে..তারা জমজ..আর দুজনেরই আজ একসাথে বিয়ে..
সাজগোজ করে বরবেশে রওনা দিলাম বিয়ে বাড়ি..আমরা দুই আহাম্মক এক গাড়িতে..বাকিরা পেছনের গাড়িতে..বড় আহাম্মক আমাকে জ্ঞান দিতেই আছে..এটা করবিনা,ওটা করবিনা ইত্যাদি ইত্যাদি..

যাক অবশেষে বিয়ে বাড়িতে এসে পৌছেছি..গেটের সামনে আমাকে বসানো হলো..পাশে আমার হাত চেপে ধরে আছে বড় আহাম্মক..
:-জিজু শরবত নিন….
:-আগে ওনাকে দিন…(বাবাকে দেখিয়ে দিলাম)
:-আচ্ছা..আপনি মিষ্টি খান।
:-আগে ওনাকে দিন…
:-সব যদি ওনাকেই আগে দিতে হয়..তাহলে বিয়েটা আগে ওনাকেই দিতেন..আপনি কেনো আগে এসেছেন?(রেগে গিয়ে)

:-ওনি বিয়ে না করলে আমি এখানে আসতাম নাকি?[আমার বাবা এখনো অনেক ইয়ং..আবার মাথার চুল কালো করেছে..বাবা আর মা অল্প বয়সে প্রেম করে বিয়ে করেছিলো তাই]
:-মানে?
:-ওনি আমার বাবা..

কথাটা বলা সাথে সাথেই মেয়েটার মুখ লজ্জায় নিচু হয়ে গেলো..তারপর গেটের কার্যক্রম শেষে..বাবা নিজেই হাত ধরে আমাকে ভিতরে নিয়ে গেলেন..তারপর আমাকে বর আসনে বসিয়ে বললেন…
:-চুপচাপ এখানে বসে থাক..আমি বিয়াই মশাই এর সাথে কথা বল আসি
:-আচ্ছা..
আজকে যেহেতু হবু শ্বশুরের দুই মেয়ের বিয়ে..সেজন্য বর আসন দুইটা..দুই বরের জন্য..
বেশ কিছুক্ষন ধরে বসে আছি..কিন্তু পাশের বর আসন এখনো খালি..ওদিকে বাবাও সেই গিয়েছে আর আসছেনা..বসে থেকে থেকে আমার কোমর ব্যাথা হয়ে গিয়েছে..তাই একটু উঠে দাড়ালাম..তখনি বাবা এসে দাড়ালো…

:-বাবা আর কতক্ষন বসবো?বিয়েটা কখন শুরু হবে..?
:-একটু অপেক্ষা কর..আরেক বর আসুক তারপর একসাথেই বিয়ে শুরু হবে..
:-তো তিনি কখন আসবেন?
:-একটু অপেক্ষা কর চলে আসবে..
:-সেই কখন থেকে তো অপেক্ষা করেই যাচ্ছি
:-আচ্ছা..তুই বস..আমি শুনে আসি ওদের খবর কি?
:-যাও..
অতঃপর বাবা চলে গেলেন..তার ৫মিনিট পর একটা ছেলে..আমাকে নিয়ে একটা রুমে দিয়ে চলে গেলো..সেখানে ছিলো।আমার বাবা আর হবু শ্বশুর..
:-চয়ন একটা সমস্যা হয়ে গেছে(বাবা)
:-কি সমস্যা?
:-আরেক ছেলেপক্ষ বিয়ে করতে আসছেনা বলে জানিয়েছে
:-আসবেনা কেনো?কারন কি?

:-মানে বিয়াই মশাই এর বড় মেয়ে মানে তোর শালী কখনো মা হতে পারবেনা..এই কথা গোপন রেখেই তোর শ্বশুর তার বিয়ে ঠিক করেছিলো..কিন্তু ছেলেপক্ষ ব্যাপরটা জেনে গেছে..তাই তারা বিয়ে ভেঙ্গে দিয়েছে..
:-ভালোই হয়েছে..
:-তুই এমন সময় মজা করছিস?
:-মজা করলাম কখন…যদি বিয়েটা হওয়ার পর ছেলেপক্ষ জানতো এই কথা..তখন কি হতো ভেবে দেখেছো?তখন মেয়েটাকে তারা কষ্ট দিয়ে মারতো

:-তা অবশ্য ঠিক বলেছিস..কিন্তু এখন কি করা যায়?এদিকে বেয়াই মশাই এর দুই মেয়েই বিয়ের জন্য প্রস্তুত..এখন এই মূহুর্তে বড় মেয়েটার বিয়ে না হলে লগ্ন ভ্রষ্টা হবে..(আমার হবু বৌ আর শালি আধা ঘন্টার ছোট বড়)
:-তো এখন কি করবে?
:-আমি বলিকি তুমি দুজনকেই বিয়ে করে নাও(শ্বশুর)
:-আমার মনেহয় এটাই ভালো হবে(বাবা)
:-কিন্তু বাবা..আগে ওদের রিধি(শালি) নিধি(বৌ)এর মতামত নেওয়া দরকার..যদি ওরা রাজি না থাকে..
:-বাবা তুমি শুধু বলো তুমি রাজি আছো কিনা?(শ্বশুর)
:-দেখুন আমার কিছুই বলার নাই..বাবা যেটা বলবে সেটাই
:-বেয়াই মশাই আপনি মেয়েদের নিয়ে আসুন(বাবা)
:-আচ্ছা…
অতঃপর আমার বিয়ে হলো দুজনের সাথেই..সমস্যা হলো এরা দুজনই একদম এক রকম দেখতে..এমন কোনো বৈশিষ্ট এখনো পেলাম না এদের চেনার..
প্রাইভেট কারে বাড়ি ফিরছি..দুই পাশে দুই বৌ আর মাঝে আমি..সামনে ড্রাইভারের পাশে বড় আহাম্মক..
:-এই বড় আহাম্মক এসি ছাড়তে বলো..গরম লাগছে..
:-এই বেয়াদপ..সব জায়গাতেই ফাইজলামি?দেখছিস না এখানে বৌমা রয়েছে..ভদ্র ভাবে কথা বলতে পারিস না..
:-ভুল বললে..বৌমা নয় বৌমারা..কারন আমার বৌ দুইটা..সো একবচন বললে হবেনা বহুবচন বলতে হবে..
:-ফাজিল মেরে তক্তা বানিয়ে দিবো..
:-হু..আর আমার বউ দুইটা মনে বসে থাকবে?
:-চুপ করবি তুই?
:-আচ্ছা করলাম…
অতঃপর বাড়ি পৌছে ড্রেস চেজ্ঞ করলাম..তার একটু ঘোরাঘুরি করছিলাম..তখন বাবা আমার হাত ধরে আমার রুমের সামনে নিয়ে আসলো..
:-এই আহাম্মক রুমে যা..
:-আমি একটু ছোটবাইরে যাবো..
:-ঘরে ভিতরে ছোট বাইরে যাওয়া জায়গা আছে ওখানেই যাও..কিন্তু ঘরে যাও(আমার রুমের সাথেই এটাস্ট বাতরুম)
বলেই বাবা আমাকে ঘরে ঢুকিয়ে দিলেন..ঘরে ঢুকতেই দুই বৌ একজন যা বললো তা শুনে আমার বেহুশ হওয়ার অবস্থা…………
[ভুলত্রুটি মার্জনীয়..পর্ব ছোট হওয়ার জন্য দুঃখিত..কারন এখন বেশিক্ষন মোবাইল ব্যাবহার করলে মাথা ও চোখ যন্ত্রনা হয়?তাই ছোট করে লিখেছি]

To Be Continue……….

No comments

info.kroyhouse24@gmail.com