Breaking News

ভালোবাসার কিছু গুরুত্বপূর্ণ টিপস্

এমন কাউকে ভালোবেসো না যে তোমার
করা ছোট ভুল গুলোকে ক্ষমা করতে পারে না,

এমন কাউকে ভালোবেসো না যে ভাবে এই সম্পর্ক থাকলে থাকুক না থাকলে থাকুক তবুও আমি তার কাছে হার মানব না

এমন কাউকে ভালোবেসো না যার সাথে একটু অভিমান করে দুরে থাকো কিন্তু সে তোমার অভিমান ভেঙে কাছে টেনে নিতে চায় না!!

এমন কাউকে ভালোবেসো না যার কাছে তুমি তোমার কষ্ট গুলো শেয়ার কর কিন্তু সে ভাবে যে তুমি সিম্প্যাথি পাওয়ার জন্য তার কাছে বল, .

এমন কাউকে ভালোবেসোনা যাকে তুমি কিছু
জিঙাসা করলেই অল্পতে বিরক্ত হয়ে যায়,

এমন কাউকে ভালোবেসো না যার কাছে তোমার আবেগের কোন মুল্য নেই..!! . এমন কাউকে ভালোবেসো না যে তোমার বাস্তব
জীবনের ব্যাস্ততা কে সহ্য করতে পারে না..!!

এমন কাউকে ভালোবেসো না যে তোমাকে অন্যের
সাথে তুলনা করে হতাশ হয়…!!

No comments

info.kroyhouse24@gmail.com