আমি ধর্ষিতা নারি বলছি

আমি ধর্ষিতা নারি বলছি৷।
জি.এম.মিরাজ
জীবনের এক ক্লান্তি লগ্নে দাড়িয়ে আজ আমাকে যেকথাগুলি বলতে হবে,
তা বলার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না।
কিন্তু আজ বড় অসহায় হয়ে আমাকে বলতে হচ্ছে যে আমি বিচার চাই,
বিচার চাই”!!!
তা আবার কিসের বিচার??
হ্যা আমি ধর্ষনের বিচার চাই।
কারন আমি এক ধর্ষিতা।আমার মত নারির গর্বে যে,
পুরুষ জাতির জন্ম সেই জাতিআমাকে এভাবে ধর্ষন করবে,
আমাকে সমাজে ধর্ষিতা হতে হবে,তা আমি কখনও ভাবি নাই।
আজ আমি যেই সমাজে ধর্ষিতা হয়েছি,
যে সমাজের মানুষ রুপি অমানুষ গুলো আমাকে ধর্ষন করেছে।
সেই মানুষগুলোই, আমাকে আবার ধর্ষিতা বলে তারাবে।তাইতো আমি ধর্ষিতা বলছি!!!!
ধিক্কার জানাই আমি সেই সমাজকে,
সেই জাতিকে যারা ভীরু কাপুরষের মত অন্যয় কে প্রশ্রয় দিচ্ছে।
আমি ধিক্কার জানই শাসক গোষ্ঠিকে যাদের আশকারায় আজ আমি ধর্ষিতা নারী।
আর কোন দিন তোদের কাছে বিচার চাইব না চলে যাচ্ছি আমার সৃষ্টি কর্তার কাছে,
তিনিই শুধু ধর্ষক নয় সবার বিচার করবেন।
আমি ধর্ষিতা বলছি আমি মরি নাই, আমি তোদের পরিনতি দেখে যেতে চাই।
No comments