Breaking News

এই শহরে সব হয়

এই শহরে সব হয়,শুধু তোমার আমার দেখা হয়না।এই শহরে আজ ও সকাল হয়,যান্ত্রিক যানগুলোর পাল্লা দিয়ে ছুটে চলা শুরু হয়,ব্যাস্ত কর্মজীবি মানুষ গুলোর ছোটাছুটি শুরু হয়,শুধু তোমার আমার দেখা হয়না।এই শহরে সব হয়,এই শহরে সকাল হয়,শাহবাগ মোড়ের ফুলের দোকান গুলো একটা একটা করে খোলা হয়।শুরু হয় প্রিয় মানুষ ও প্রিয় মুহুর্তের জন্য কেনাকাটা।শুধু সেই দোকানে আর তোমার আমার যাওয়া হয়না।এই শহরে আজ ও তিন চাকার রিক্সা চলে,শুধু তোমার সাথে রিক্সা করে শহরটা দেখা হয়না।আজও আমি কলেজ শেষে রিক্সা করে বাড়ি ফিরি,শুধু পেছন ফিরে গলির মোড়ে দাঁড়িয়ে থাকা তোমায় দেখিনা।এই শহরে আজ ও হয় দুপুর,দুপুর গড়িয়ে বিকেল,এরপর নামে সন্ধ্যা,শুধু তোমার আমার দেখাটাই আর হয়না।এই শহরে আজ ও নামে রাত,আকাশে উঠে চাঁদ,শুধু তোমার আমার একসাথে রাতের তারা গোনাটাই আর হয়না।এই শহরে আজ ও সব হয় আগের মতই,শুধু তোমার আমার দেখাটাই আর হয়না।

কলমে ✍️তহুরা তাবাসসুম মীম

No comments

info.kroyhouse24@gmail.com