Breaking News

কবিতা - হায়রে জীবন

 মনের মাঝে চাপা কান্না

অনেকেই পোষে রাখি,
বেদনাহত হৃদয়ের ক্ষত
নানা কৌশলে রাখি ঢাকি।
হৃদয়ে জমানো ব্যথার পাহাড়
তবুও বলি ভালো আছি,
সৌজন্যতা সেতো দেখাতেই হয়
সমাজে যখন বাঁচি।
মানুষের হৃদয়ের গভীরে লুকিয়ে
কান্নারা বসায় হাট,
বাহির থেকে বুঝা যায়না কিছু
ভিতরেই যতো বিভ্রাট।
মানুষের মনে এতো প্রেম ভালোবাসা
তবু মন হয় কেন অসহায়,
মানুষই ভেঙে দেয় মানুষের মন
প্রেম ভালোবাসা মুহূর্তে উধাও হয়ে যায়।
ক্ষুদ্র স্বার্থ আর অহমবোধ যদি
মানুষের মনে না জাগতো,
মানুষের মন পুত পবিত্র থেকে
মানুষের কাজেই লাগতো।
মানুষের হৃদয়ে ব্যথা বেদনা থাকবে
থাকবে পাশাপাশি সুখ,
সবকিছু মেনে নিয়েই জীবন চলছে
আশায় বাঁধছি বুক।
হায়রে জীবন! পথখানি তোর
কেন এতো আঁকাবাঁকা,
একটাই যখন মানব জীবন
বেদনার ঘরটা রাখলে না কেন ফাঁকা !



No comments

info.kroyhouse24@gmail.com