হাতে হাত রাখো । পর্ব - ০১
আজ সাথি খুব খুশি এবং খুব মন দিয়ে সাজু গুজু করতিছে,,কেনো জানেন!!!
এই যা আমি যে ভুলে যেতেই বসেছিলাম,,,আমার জন্য তো বিথী অপেক্ষা করবে আর আমি এই সব করতিছি ও আবার রাগ করবে নাতো ও যে একটুতেই রেগে যায়,,,দেখি একটু ওকে ফোন দিয়ে আবার রাগ টাগ করলো না তো আজ প্রথম দিনটাই নষ্ট করে দিবে না তো???
এখুনি সাথি যার কথা বললো সে সাথির খুব কাছে বান্ধবি একদম কাছের....
কি রে এভাবে কথা বলতিছিস কেন আমি কি বাঘ নাকি রে (একটু মজার ছলে)
আর এ না কি বলিস আমি তোকে ভয় পাই নাকি যে এভাবে কথা বলবো,,,,শোন আজ কলেজের প্রথম দিন বুঝেছিস দেরি করা যাবে না তাই বলাম কতো দূর???
ভালো মনে আছে তাহলে যাক আয় আমি ও আসতিছি!!!
আয় তারাতারি???
পাড়ার মোড়ে বিথী সাথির কোনো খোজ নাই!!!
নিজে ফোন দিয়ে আসতে বলে তারি খোজ নাই।।।
এই যা দেরি হয়ে গেলো,,,,
চল দোস্ত
No comments