আমি বলিনি আমাকে ভালোবাসাতেই হবে! (Love Story)














আমি বলিনি আমাকে ভালোবাসাতেই হবে! আমি বলেছি আমাকে একটু ভালোবাসার সুযোগ দাও ..আমি চাইনি তোমার মুখ থেকে i love you শুনতে, আমি চেয়েছি তোমার মুখ থেকে প্রথম শুনা trust you কথাটার মান টুকু রাখতে .. আমি বলিনি আমাকে প্লিজ কাঁদিওনা, আমি বলেছি প্লিজ, মিথ্যে বলে আমাকে হাসাবে না .. আমি বলিনি প্রমিস কর জান, কোন দিন আমাকে ছেড়ে যাবেনা .. আমি বলেছি প্লিজ আমাকে মিথ্যে স্বপ্ন দেখিও না! জানিনা কেন তুমি এমন করলে! কি ভুল ছিল আমার!? আমি বলবনা, আমার জীবনে ফিরে এসো .. বলবো আমার জীবন থেকে হারানো দিন গুলো ফিরিয়ে দাও! আমি বলবনা আমাকে আবার ভালোবাসো, শুধু বলবো আমার ভালোবাসার অপমান করলে কেন বলে যাও? আমি বলবনা, আমার অগোছালো জীবনটা সাজিয়ে যাও! শুধু বলবো আমার চোখের জল মুছে দিয়ে তোমার সব সৃতি আমার জীবন থেকে মুছে দিয়ে যাও
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url