ভালবাসার ও ব্রেকআপ এর গল্প


আমার প্রথম প্রেম-একটি মেয়েকে একটু বেশিই ভালবাসতাম।
নামটা অজানাই থাকুক"মেয়েটিও আমাকে খুবই ভালবাসত।
 ভালই চলছিল আমাদের বোঝাপোড়া।
কিন্তু আমার কাছের এক ফ্রেন্ড সম্পর্কটা বেশিদিন টিকটে দেয়নি। 
আমার গার্লফ্রেন্ড এর ফোন নাম্বার ছিল,
আমার ফ্রেন্ডের কাছে। ফ্রেন্ড টি প্রায় প্রতিদিনই আমার গার্লফ্রেন্ড কে রোমান্টিক SMS দিত।
কিন্তু আমি জানতাম না"এক দিন ফ্রেন্ড এর ফোনের SMS চেক করতে গিয়ে দেখি, 
আমার গার্লফ্রেন্ডের নাম্বার পরে SMS দেখি যেটা আমার দেখার কথা ছিল না। 
পরে গার্লফ্রেন্ড কে জিঙ্গাসা করতে,সে চুপ থাকে এক পর্যায় আমাদের মাঝে খুবই ঝগড়া হয়। 
পরে ৭দিন মত তার সাথে কোন যোগাযোগ করিনি। 
এক বিকালে শুয়ে আছি মন খারাপ তাই।
হঠাৎ ফোনে একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসল।
ফোনটা করেছিল একটি মেয়ে"পরে এক পর্যায় তার সাথে আমি প্রায় প্রতিদিনই কথা হত।
 কিন্তু এতকিছু হয়ে গেল ফ্রেন্ডকে জানতে দিইনি।
 
 
পরে সে জানতে পারে আমি একটি অপরিচিত মেয়ের সাথে কথা বলি,
সে এই সুযোগটা কাজে লাগিয়ে আমার গার্লফেন্ডকে সব বলে। 
এমন কি আমি ঐ মেয়টার সাথে কথা বলার সময় ফ্রেন্ড বলত তোরা
কি কথা বলিস আমি একটু শুনব,আমি নিষেধ করিনি পরে Call Conformance এর মাধ্যমে 
শুনাতাম এই সময় ও আমার গার্লফ্রেন্ড কে ফোন করে Call Conformance করত। 
ফলে আমাদের কথা আমার গার্লফ্রেন্ডও শুনতে পেত। 
এক পর্যায় আমার নামে নানা মিখ্যা অপবাদ দিত আমার গার্লফ্রেন্ডের কাছে। 
এভাবে এক সময় আমার ফ্রেন্ডটি,আমারই গার্লফ্রেন্ডকে প্রপোজ করে। 
পরে রাজি হয়"শুরু হয় তাদের নতুন প্রেম। অনেক কষ্ট পেয়েছি"।

তারপরও বলব ভালথেক-সুখেথেক
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url