তোমাকে ছাড়া বাঁচবোনা একটা দিনও !!!


আমি চাই তুমি আমার সাথে প্রথম বিছানায় যাও আর আর আমার বিছানাতেই জীবনের শেষ দিন তোমার শেষ নিঃশ্বাস ত্যাগ কর...!! 






আমি চাই তুমি আর আমি মিলে আমাদের ছোট্ট একটা সংসার সাজাবো। সেখানে একটা তিন রুমের বাসা থাকবে। রান্নাঘরে গ্যাসের চুলায় তুমি ঢেঁড়স ভাজি করবে। আমি বিকাল পাঁচটার সময় অফিস থেকে ফিরে পরপর দুবার কলিং বেল চাপবো। তুমি এসে ক্যাঁচচচচ করে দরজাটা খুলবে। আমার ডান হাতে থাকবে একগুচ্ছ লাল গোলাপ। বাঁ হাতে থাকবে ল্যাপটপের কালো ব্যাগটা। আমার হাত থেকে গোলাপগুচ্ছ নিয়ে তুমি খুব ব্যস্ত ভঙ্গিতে আবার রান্নাঘরের দিকে দৌড় দিবে। পেছন থেকে আমি খপ করে তোমার শাড়ির আঁচল টেনে ধরবো। হ্যাঁচকা টানে তোমার শাড়িটা কিঞ্চিৎ এলোমেলো হয়ে আসবে। তোমার কন্ঠে আত্মসমর্পণের আভাস পাওয়া যাবে। তুমি বলবে "উফফ ছাড়ো তো! চুলায় তরকারি পুড়ে যাবে তো!!" . .


 আমি তোমাকে ছাড়বো না, ছাড়তে পারবো না। শ'খানেক লাল গোলাপের পাপড়িতে সেদিন আমাদের সমাজস্বীকৃত ভালবাসা সৌরভ ছড়াবে। আর রান্নাঘর থেকে ভেসে আসবে পোড়া ঢেঁড়স ভাজির তিতা ঘ্রাণ। . . তোমাকে চাই! কে তুমি, কোথায় তুমি - কিচ্ছু জানি না। জানতেও চাই না। শুধু এতটুকু জানি যে আমি তোমাকে চাই!! তোমার সাথে আমার স্বপ্নগুলো সত্যি করতে চাই। সারাটা জীবন সৎ হয়ে আমার পাশে তোমাকে পেতে চাই!
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url