সুরা ফাতিহা অনুবাদ সহ
বিসমিল্লাহ্ পাঠঃ
উচ্চারণঃ বিসমিল্লাহির রহমানির রাহিম।
অর্থঃ পরম দয়াময় আসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি।
[তাখরীজঃ মসলীম(ই.সে)-৭৮৯ নাসায়ী (মা.প্র)-৯০৭ ইবনে খুজাইমা-২৪৯]
সুরা ফাতিহা পাঠঃ
উচ্চারণঃ বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্ হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আর রহ্ মানির রাহিম। মালিকি ইয়াও মিদ্দীন। ইয়াকা না’বুদু ওয়া ইয়াকা নাসতাইন। ইহ্ দিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযিনা আন্ আমতা আলাইহিম। গইরিল মাগযুবি আলাইহিম ওয়ায্ যোয়াল্লিন। আমিন
অর্থঃ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে।যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যিনি করুণাময় কৃপানিধান। যিনি বিচার দিবসের মালিক। আমার একমাত্র আপনারই ইবাদত করি এবং একমাত্র আপনারই সাহায্য র্প্রাথনা করি। আপনি আমাদেরকে সরল পথ প্রথপ্রদশন করুন।এমন লোকদের পথ, যাঁদেরকে আপনি পুরুস্ক্রিত করেছেন। তাদের পথ নয়, যারা অভিশপ্ত ও পথভ্রষ্ট হয়েছে। (হে আল্লাহ আপনি কবুল করুন)
[তাখরীজঃ মুত্তাফাকুন আলাইহি (তা.পা)-২২২ বুখারী (তা.পা)-৭৫৬ মুসলীম(ই.সে)-৭৭১ আবু দাউদ(ই.ফা)-৭৮০ নাসায়ী (মা.প্র)-৯১০ ইবনে মাজাহ(তা.পা)৮৩৭]