সূরা কা’ফিরূন অনুবাদ সহ

উচ্চারণঃ ক্বালইয়া-আইয়্যহাল কা’ফিরূনালা-আ’বুদ-মা-তা’বুদুন।ওয়ালা আনতুম আ-বিদূনা আ-বিদূনা মাআবুদ।ওয়ালা-আনা আ’বিদুম মা-আবাততুম।ওয়ালা আনতুম আ-বিদূনা মা-আ’বুদ। লাকুম দী-নুকুম ওয়ালিয়াদীন।


অর্থঃ (হে নবী) আপনি বলুন ওহে কাফের সম্প্রদায়! তোমরা যে, দেবতার উপসনা করছ আমি তার উপসক নই এবং আমি যে সত্তার উপসনা করছি, তোমরাও সে সত্তার উপাসক নও। না আমি তোমাদের উপাসকদের ইবাদত করব, না তোমার আমার উপাস্য আল্লাহ্ তায়ালার ইবাদত করবে। তোমরা তোমাদের প্রতিফল প্রাপ্ত হবে এবং আমার আমাদের প্রতিফল প্রাপ্ত হব।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url