সূরায় ফালাক অনুবাদ সহ
ক্বল আউ’যু বিরাববিল ফালাক্ব। মিনশাররিমা খালাক। ওয়ামিন শাররি গাসিক্বিন ইজা ওয়াক্বাব।ওয়া মিন শাররি হাসিদিন ইজা হাসাদ।
আর্থঃ (হে নবী) আপনি বলুন আমি প্রভাতের মালিকের আশ্রয় প্রার্থ্না করছি। সকল সৃষ্টি জীবের অপকারিতা হতে। আর অন্ধকার রজনীর অপকারিতা হতে যখন তা সমাগত হয়। আর গ্রন্তিতে ফুৎকারিনী নারীদের অপকারিতা হতে এবং হিংসুকের অপকারিতা হতে।