একটি বাস্তব প্রেমের গল্প------

মেয়ে : এই তুমি আমায় একটা জিনিস
কিনে দিবা।
ছেলে : কি?
মে : একটা আংটি.
ছেলে : আজ টাকা নাই আরেক দিন মেয়ে : ঠিক আছে it's ok.
= ২ বছর পর,
মেয়ে : ঐ, তুই কোথায়
ছেলে : কেন..??
মেয়ে : একটা নুপুর কিনবো চলে আয়..!!!
ছেলে : না সোনা, আজ না আরেক দিন...!!!!!!!!! !
মেয়ে : থাক তুই....আমি আর
কোন দিন তোড় কাছে কিছু
চাইব না।
(মেয়েটি বুঝল না ছেলেটি এখনও বেকার,
এই ভূল বুঝাবুঝির পর মেয়েটির বিয়ে হয়ে
যায়)
৮ বছর পর,
ছেলে : তুই, কোথায়..!!!!!! তোকে অনেক মিস
করছি
চলে অায় আমার কাছে, সেদিন সামান্য টাকার জন্য
তোর স্বাদ আহ্লাদ পুরন করতে পারিনি।
আমার সবচেয়ে পছন্দের জিনিস নুপুর আর
সামান্য একটা আংটি আমার
কাছেই চেয়েছিলি দিতে পারিনি।
চলে আয় তুই, আজ আমি কয়েক হাজার কোটি টাকার
মালিক শুধু নুপুর কেন একটা নুপুরের
কারখানা বানিয়ে
দিতে পারি তোকে।
কিন্তু, না,তোর হাতটি জাপটে ধরে আজ
নিয়ে যাব ফুটপাতের নুপুরের ঐ দোকানে।
তাও তুই ফিরে আয় আমি তোকে কোনদিনও
ভুলতে পারবো না।
তুই না করলেও আমি
মৃত্যুর দুয়ারে দাড়িয়েও বলবো তোকে
ভালোবাসি। আমার জীবনে তুই ছিলি তুই আছিস তুই ই
থাকবি।
অন্য কোন মেয়ে তোর স্থানে কোনদিনও
বসতে পারবে না।।
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
কিছু মানুষ যতটা তারাতারি জীবনে আসে
তার চেয়ে কম সময়ে জীবন থেকে
হারিয়ে যায়।
আর মাঝ পথের বোকা মানুষটি
তাকে খুঁজেই জীবনটা পার করে দেয়,
এটাই বাস্তবতা।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url