এ কোমন ভালোবাসা ???

মেয়ে: আমার বিয়ে ঠিক হয়েছে,
বিয়ের জন্যপরিবার থেকে জোর করছে,
ছেলে ভাল একটা চাকরি করে,
১ লাক্ষ টাকা বেতন,,....
ছেলে: বিয়ে করে নাও,,
আমি চাই তুমি ভাল থাকো।
মেয়েটা ছেলেটাকে হঠাৎ ঝরিয়ে ধরে
ছেলেটাকে কিছু না বলেই চলে গেল।
২ দিন পর মেয়েটার ছোট বোন এসে,
একটা চিঠি দিয়ে গেল,,
যাতে লেখা ছিলো....
খুব সহজে বলে দিলে,, বিয়ে করে নিতে।।
একটিবার ভাবলে না,,
আমার সব চাওয়া শুধু তোমাকে ঘীরে,,,
আমাকে সুখী দেখতে চাও,,
আর আমার সুখটা কি তা জানো না।
চাইলেই পারতাম বিয়েটা করতে,,
কিন্তু বিয়েটা হয়তো টাকা কে করা হতো,,
তোমাকে এতো ভালবেসেছি যে,,
আমার জীবনে আর ভালবাসা নেই,,
যা দিয়ে আবার নতুন করে শুরুকরবো,,
যদি একটি বার বলতে যে,,
আমাকে ছাড়া বাচঁতে পারবে না,,
তাহলে সব ঝড়কে পারকরে বেচেঁ থাকতাম।।
কিন্তু কার জন্য বেচেঁ থাকবো,,
তাই চলে গেলাম।
চিঠি টা পড়ে ছেলেটা চিৎকার করে কাদঁতে শুরুকরে,
হঠাৎ ছেলেটার মোবাইলটা বেজে উঠলো,,
ছেলে: হ্যালো,,
মেয়ে: কান্না থামলে বাইরে আসো,, আমি দাড়িয়ে আছি।।
কি করবো,, আমি তোমাকে ছাড়া
মরে গিয়েও থাকতে পারবো না।। তাই মরতে পারিনি।।
সেই দিন তুমি অভিনয় করেছো,,
আজ আমি করলাম।।
ছেলেটা এসে মেয়েটাকে জড়িয়ে ধরে বললো
আমি ও যে পারবো না তোমাকে ছাড়া বাঁচতে।
#আপনার অনুভূতি টা প্রকাশ করতে ভুলবেন না,
আর ভালো লাগলে Request দিতে পারেন..........


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url