চোখে আমার ঝরনা বহে,
চোখে আমার ঝরনা বহে,
মনে দুঃখের গান ।
তরে যদি না পাই আমি,
দিব আমার প্রান ।
শুনতে চাই তর কথা,
ধরতে চাই হাত ।
কেমন করে তরে ছাড়া,
থাকি দিন রাত?
তোর জান
চোখে আমার ঝরনা বহে,
মনে দুঃখের গান ।
তরে যদি না পাই আমি,
দিব আমার প্রান ।
শুনতে চাই তর কথা,
ধরতে চাই হাত ।
কেমন করে তরে ছাড়া,
থাকি দিন রাত?
তোর জান