সূরা ইনশিরাহ বাংলা উচ্চারণ সহ



উচ্চারণঃ আলাম নাশরাহ লাকছাদরাক ওয়া ওয়াদ্বানা আ’নঁকা উইঝরাক আল্লাজী আনঁ জ্বাহরাক, ওরাফা’না লাকা জিকরাক, ফাইন্নাঁ মায়াল উসরি য়ূসরান, ফাইজা ফারাগতা ফানছর ওয়াইলা রাববিকা ফারগাব।

অর্থঃ আমি কি আপনার বক্ষ উম্মুক্ত করে দেইনি? আপনার উপর হতে আপনার সে বোঝা লাঘব করে দিয়েছি, যা আপনার পৃষ্ঠকে বক্র করে দিয়েছিল। আপনার স্মরণকে আমি মহিমান্বিত ও উচ্চ করে দিয়েছি। কাজেই আপনি যখন অবসর পাবেন তখন আল্লাহর ইবাদতে পরিশ্রম করুন এবং স্বীয় প্রতিপালকের প্রতি মনোনিবেশ করুন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url