উচিৎ শিক্ষা

আহা কী সুন্দর বালিকা। আবার আমাকে ভাইয়া ভাইয়া করে ও ডাকে। কী ভালো যে লাগে। অনেকক্ষণ ধরে চ্যাটিং হচ্ছে। এক পর্যায়ে বালিকা বললোঃ-
- ভাইয়া আপনি কী বিবাহিত?
- না, অবিবাহিত।
ঠিক তখনি পিছন থেকে বৌ দেখে ফেললো আমাদের চ্যাটিং। কোমড়ে হাত দিয়ে দাঁত কামড়াচ্ছে। মা কালীর রূপ নিয়ে বললোঃ-
- এই মাত্র মেয়েটাকে কী বললা? তুমি অবিবাহিত তাই না? অবিবাহিত বলতে খুব মজা
লাগে?
- আরে না না। কী যে বলো না। আমি বললাম অবিবাহিত মানে হচ্ছে যে অরনির সাথে বিবাহিত।
- আমারে কী বাচ্চা পোলাপান পাইছো? যে যা বলবা তাই বিশ্বাস করবো? আমি উপায় না পেয়ে অরনির মাথায় হাত রেখে বললামঃ-
- তোমার কসম। তোমার মাথায় হাত দিয়ে কী আমি মিথ্যা বলতে পারি লক্ষ্মীটা?
- সত্যি তো?
- তিন হাজার সত্যি।
তারপর অরনি মেনে চলে গেলো। রাত হলো। আমি আর অরনি পাশাপাশি শুয়ে পরলাম। চোখে ঘুম ঘুম লাগছে। এমন সময় হঠাৎ অরনি গালে অনেক জোরে থাপ্পড় মারলো! আমি সোজা চিৎকার দিয়ে বসে বললামঃ-
- থাপ্পড় মারলা কেনো?
- আরে থাপ্পড় দিবো কেনো? আমি দেখছিলাম একটা মশা কখন থেকে তোমার গালে আদর করে যাচ্ছে। তাই আর সহ্য হয় নি। সোজা থাপ্পড় দিয়ে উপরে পাঠিয়ে দিলাম।
- এতো বড় মিথ্যা কথা?
অরনি তখন গালগোল ফুলিয়ে আমার মাথায় হাত রেখে বললোঃ-
- তোমার কসম। তোমার মাথায় হাত দিয়ে কী আমি মিথ্যা বলতে পারি বাবুটা?
 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url