নারী ছাড়া জীবন আর তেল ছাড়া গাড়ি

সত্যিই নারী জাতি স্রষ্টার এক অপার সৃজন!
যা ছাড়া একটি পুরুষ অপূর্ণাঙ্গ,
একটি সমাজ অপূর্ণাঙ্গ,
প্রভু সৃষ্ট এই পৃথিবীর সৌন্দর্য ও অপূর্ণাঙ্গ!
     তারপরো কেন আজ আমাদের মা-বোনগুলি পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে নিপীড়িত,নির্যাতিত আর মানবরুপী পশুগুলির হিংস্র
নখদর্পণে প্রতিনিয়ত ভোগ্যপণ্য ???
এটাই কি কাম্য ছিল একবিংশ শতাব্দির এই সভ্যতার যুগে!
নাকি তথাকথিত সভ্যতাই আজ আমাদের মনুষ্যত্ব কেড়ে নিয়েছে?
    আসুন,ভালোবাসতে শিখি মা কে,বোনকে,জীবনসঙ্গিনীকে!
ভালোবাসতে শিখি সমগ্র নারী জাতিকে!
.
তাহলেই হয়ত মাথা উঁচু করে বাচঁতে পারবে, আমাদের সম্ভ্রমহারা মা-বোনগুলি!
পৃথিবীও ফিরে পাবে তার আসল সৌন্দর্য...

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url