মা হারা এক সন্তানের আর্তনাদ

ও মা, তুমি নেই.
তাও বেশ আছি।
আমার নতুন মা ভীষণ ভালো খেতে দেয়
বাসি ভাত পঁচা তরকারি আর নষ্ট ডালে।
আমার খুব ভালই পেট ভরে যায়।
-
ও মা জানো ?
আমি এখন কাপড় ধুতে পারি।
তাই প্রতিদিন বাড়ির সব লোকের,
কাপর ধুই আমি।
-
জানো মা,
পড়তে এখন আমার আর ভালো লাগেনা।
আমার এখন আর কোন বই নেই,
আমার এখন কোন খাতা নেই কলম নেই,
নেই কোন স্কুল ব্যাগ।
-
জানো মা?
আমার নতুন ছোট ভাই.
আমায় প্রায়লাথি দেয়।
আমায় ভীষণ ভালবাসে কিনা?
ওকে আমি প্রতি দিন.
জুতো মোজা পরিয়ে দেই।
মাঝে মাঝে ওর বন্ধুদের ও পরাই.
এতে আমার আনন্দ হয় মা।
তোমার দেয়া বিছানাটায়.
এখন ভাই এর খুব পছন্দের.তাই ওই বিছানাটায় ভাই শুয়....আর
আমি সিঁড়ির নিচে মাদুর পেতে শুই.
আমার একটুও কষ্ট হয়না।
-
মা জানো?
ঈদ এলে আমি পুরনো কাপড় পাই।
সে কাপড়ে তোমার ছেলেকে রাজকুমার দেখায়, যে কিনা এক রাজ্যহীন রাজকুমার,
-
মা জানো?
বৃষ্টি হলে আমি আজও ভয় পাই.
তোমার শেষ পরনে যে কাপড় ছিল.
ওটা ঘরথেকে লুকিয়ে এনেছি গো।
মা ওটা জুড়ে যে তোমার গন্ধ,
ও গন্ধে আমার আর ভয় হয়না।
-
মা আমার একটা কথা রাখবে?
আমায় কয়েক দিনের ছুটির ব্যবস্থা করে দেবে? তোমার কাছে গিয়ে থাকব দুদিন।
একটু শান্তিতে ঘুমাব তোমার বুকে।

মা আমি বাবা থাকতেও এতিম হয়ে গেলাম।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url