#বাবার_জন্য_কান্না_ভরা_অশ্রু_
বের হচ্ছিলাম বাসা থেকে, এমন সময়
বাবা বললো : তোমার কাছে কি ৫০০
টাকা হবে ?
হঠাৎ কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি
হোল, বাবার দিকে তাকিয়ে মনে
পড়ে গেলো সেই ক্লাস টু'র একটি
কথা । বাবা কে বলেছিলাম : বাবা ২ টাকা
দিবা?
বাবা : কেন? কি করবে ২ টাকা দিয়ে?
আমি : আইসক্রিম খাবো । ( তখন এক
টাকায় ৪ টা রঙিন আইসক্রিম অথবা ২ টা
বরফের সাথে নারকেল দেয়া
আইসক্রিম পাওয়া যেতো )। বাবা ২ টাকার
পরিবর্তে ৫ টাকা দিয়েছিলো, বাবা মা
আসলেই বড়ই অদ্ভুত ক্যারেকটার, তারা
সারাজীবন চেষ্টা করেছেন তাদের
সর্বোচ্চটা আমাদের জন্য করার ।
সময় কতোটা দ্রুত চলে যায়, আজ বাবা
অবসরপ্রাপ্ত । কেন যেন খুব কান্না
পেলো, জানিনা । ওয়ালেট হাতড়ে
১০০ টাকা বাদে যা ছিলো সবটা বাবাকে
দিয়ে দিলাম ।
বাবা : আরে পাগল, এতো দিয়ে আমি কি
করবো?
আমি : বাইরে যাও, তোমার
দোস্তদের সাথে আড্ডা দিবা, চা নাস্তা
খাবা আর কি......
বলেই উল্টো ঘুরে হাঁটা শুরু করলাম,
নিজের চোখের পানি এড়াতে ।
আপনজনের জন্য সময়মতো কিছু
করতে না পারলে কিসের
চাকুরী,কিসের ব্যবসা, এসব দিয়ে কি
হবে,কিসের প্রাচুর্য, সবই তো
ক্ষণস্থায়ী। আমি মনে করি আমার
বলে কিছু নেই, সব সাময়িকভাবে
আমাকে ব্যবহারের সুযোগ দিয়েছে
ওপরওয়ালা । সবকিছুই ঠিকঠাক রয়ে যায়,
থাকেনা শুধু মানুষগুলো.....
# আমার বাবা বেচে নেই, তাই আজ বাবার জন্য মন্টা অনেক কাদে, আল্লাহ পাকের ইছায় টাকা
পয়সা অনেক আছে কিন্তু মা বাবার খেদ্মত
করার মতো কেউ কাছে নেই, তাই যাদের মা, বাবা আছে তাদেরকে আল্লাহ পাক হায়াত দারাজ করুন,
আর যাদের বেচে নেই তাদেরকে জান্নাতুল
ফেরাদাউস দান করুন,(খাচ করে আমার মা,বাবার জন্য দোয়া করবেন,)