Breaking News

গল্পঃ ক্রাস

এই যে শুনুন…..আপনাকে বলছি শুনতে পাচ্ছেন না ….. আমি:জ্বী…..হা করে তাকিয়ে আছি…..ক্রাস. জ্বি বলুন……অপরিচিতা:হা করে তাকিয়ে আছেন কেনো বলছি জানালার পাশের সিটটা আমার …..আমি:কিভাবে বুঝলেন সিটটা আপনার ……কোথাও নাম লিখা আছে…… অপরিচিতা:দেখেন পাইজলামী করবেন না এই যে আমার টিকিট আর সিটটা আমার…….এভাবে জগড়া করতে করতে বাসটা ছেড়ে দিলো আর মেয়েটা বাধ্য হয়ে আমার পাশের সিটে বসে পড়লো……..এবার পরিচয়টা দেওয়া যাক….. আমি আকাশ আহম্মেদ…… পড়ালেখা শেষ করে ঢাকাতে একটা কোম্পানী তে জব করি……পরিবারের একমাএ বড় ছেলে …..ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছি ……আর এতক্ষন বাসের মধ্যে বসে যার সাথে জগড়া করলাম তিনি হলো মিস ক্রাস না মানে এখনো পরিচয়টা জানি না প্রথম দেখায় ক্রাস খাইছি তো ……দেখে তো সিংগেলই মনে হয় একটা চান্স নেওয়া যেতেই পারে মন্দ হবে না ……তাই আগ বাড়িয়ে বললাম hi আমি আকাশ আপনার নামটা জানতে পারি…… অপরিচিতা:নাম জেনে কি কাম আগে তা বলেন আপনাদের মতো ছেলের মতলব আমার ভালোই জানা আছে….. আমি:মনে মনে এই মাইয়ারে যা ভাবছি এ মাইয়া তো তার কাছে কিনারে ও নাই এই মাইয়ার এত দেমাগ আল্লাহ গো জানি না কোন পাগলের হাতে পড়ে…….ওর থেকে নজর সরিয়ে কানে হেড়ফোন লাগিয়ে গান শুনতেছি আর বাহিরের দৃশ্যটা উপভোগ করতেছি ….. কিছুক্ষন পরে….মেয়েটা:অক অক ……মনে হয় বমি করবে …. আমি আবার এসব সয্য করতে পারি না…..দেত আরামের সিটটা ছেড়ে দিয়ে মুখে হাত দিয়ে রেগে বসে আছি……আর তখনই মেয়েটা আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতেছে…….মেয়েটার হাসিটা খুব সুন্দর প্রথম ওর হাসিটা দেখলাম যদি ও রাগ উঠে ছিলো কিন্তু ওর হাসিটা দেখে সব ভুলে গেলাম হা করে তাকিয়ে আছি…… মেয়েটা:এইযে মিষ্টার মুখ বন্ধ করেন মুখে মশা ঢুকবে ‌….. আমি সাথে সাথে অন্যদিকে ঘুরে গেলাম …… মেয়েটা এতো কিউট কেনো যতবার তাকাই ক্রাস খাই…….অপেক্ষা করতে করতে শেষ পর্যন্ত গন্তব্যে এসে পৌছালাম কিন্তু ক্রাসওয়ালী কে খুব মিস করতেছি……..বাস থেকে নেমে যে কোথায় হারিয়ে গেলো……
এসব চিন্তা বাদ দিয়ে বাসার দিকে পা বাড়ালাম ….বাসায় এসে সবার সাথে খুব মজা করতেছি…..সবাই মিলে একসাথে খেতে বসেছি আহ কি মজা আজ চার বছর পর বাড়িতে আসলাম অনেক বার বাড়িতে আসতে চেয়ে ও পড়ালেখার চাপের কারনে আসতে পারি নি……দুপুরে খেয়ে ঘুমালাম……সন্ধ্যায় ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে আম্মুর রুমে ঢুকলাম …..আম্মু আমার খুব ক্ষুধা লাগছে কিছু দাও …আসলে বড় হয়েছি বয়সে কিন্তু এখনো ছেলে মানুষিটা গেলো না ….সামনে তাকিয়ে দেখি মায়ের সাথে কেউ হাসতেছে মনে হয় আমার কথ শুনেই হাসতেছে হাসবেই বা না কেনো আমি যে বাচ্চা দের মতো কথা বললাম …হায় হায় সামনে তাকিয়ে আমি তো অভাক মনের মধ্যে খুব আনন্দ হচ্ছে আচ্ছা আমি স্বপ্ন দেখতেছি না তো বাসের সেই মেয়েটি আমার মায়ের সাথে বসে গল্প করতেছে……মা:তারিন তোমাকে না বলছি আমার একমাএ ছেলে আকাশ ইনিই উনি চার বছর পর বাসায় পা রাখলো…..আর আকাশ ও হলো তারিন আমাদের বাসায় দো তলায় ভাড়া থাকে ….. আমি:থাংকু মা …… তুমি যাও আমার জন্য কিছু নিয়ে আসো….এই সুযোগে একটু কথা বলবো আরকি……মা:আচ্ছা:তোরা তাহলে বস আমি কিছু নিয়ে আসি…….. আমি:হা হা হা মনে মনে হাসতেছি অনেক খুশি ক্রাসওয়ালী সব সময় আমার মাথার উপরেই থাকবে সো নো চিন্তা …… আমি:আচ্ছা .. একটা কথা বলবো ….তারিন:হুম বলুন কি বলতে চান….. আমি:ইয়ে মানে আপনার কোন লাভার আছে…??? তারিন:আপনার সাহস তো কম না চেনা নেই জানা নেই হুট করে জিজ্ঞাসা করেন আমার লাভার আছে কি না ……এই বলে রেগে হন হন করে চলে গেলো……এমন সময় মা আসলো …..মা :কি রে তারিন কই….
আমি:চলে গেছে…….মনে হয় বাসায় কোন কাজ আছে……মা:ও আচ্ছা তুই খেয়ে নে …….. আমি: হুম…..খাওয় শেষে বাসার বাহিরে গেলাম অনেক বছর যেহেতু বাসায় আসি না বন্ধুদের সাথে দেখা করবো আর আড্ডা দেবো…..বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে রাত বারোটা বাজলো আমার আর ঐ দিকে খেয়াল নেই …..দেখি আমার কল আসছে ….এই রে সেরেছে….বাবা কল দিসে …বাবা:কি রে এখনো বাসার বাহিরে কেনো তোর মা তোর জন্য বসে আছে…. তারাতারি বাসায় আয়……এই বলে কেটে দিসে আমি আর দেরী না করে বন্ধুদের থেকে বিদায় নিয়ে বাসার উদ্দৈশ্যে রওনা দিলাম বাসায় গিয়ে খেয়ে ঘুমালাম……সকালে ঘুম ভাংতেই দেখি তারিন মায়ের সাথে রান্নাঘরে ব্যাপার কি এতো সকালে মায়ের কাছে……ডাল মে কুচ কালা হে বস….হোকনা তাতে তো আমারই লাভ…..ফ্রেস হয়ে এসে খেতে বসলাম সবাই একসাথে খেতে বসলাম আর চাশমিস মানে তারিন আমার সামনে বসা ….. ও খাচ্ছে আর আমি তারিনের দিকে তাকিয়ে আছি…..খাওয়া শেষে মা বললো বাবা তারিনকে ইদানিং এলাকার কিছু বাজে ছেলে ডিস্টার্ব করে তুই যদি ওরে একটু কলেজে দিয়ে আসতি ওর বাবা কিছু দিনের জন্য ঢাকাতে গেছে….. আমি:জ্বি মা ……আমি তো মহা খুশি একটা সুযোগ পেলাম ….তাই আর দেরি না করে রেড়ি হয়ে পরলাম …. দেখি তারিন এসেছে …. আমি রেড়ি হয়ে তারিনের সাথে বেরিয়ে পরলাম ….আগে ও আমার সাথে কথা বলতো না কিন্তু আজকে একটু একটু কথা বলতেছে ….ভালোই লাগতেছে মনটা খুব খুশি…কিন্তু মা বলেছে তারিনকে কেউ ডিস্টার্ব করে দেখতে হবে তো…. আমি:তারিন আপনাকে কারা ডিস্টার্ব করে…..তারিন:এইতো সামনে যে ছেলে গুলা বসে আছে ওরা……. আমি সামনে এগিয়ে যেতেই ওরা সবাই ভয়ে পালালো…..তারিনকে কলেজে দিয়ে আবার বাসায় ফিরলাম …….. বিকালে বাসার ছাঁদে গেলাম দেখি ছাঁদের এক কোনে তারিন দাড়িয়ে আছে ‌……তার খোলা চুল গুলো বাতাসে ভেসে বেড়াচ্ছে ….. আমাকে দেখতে পেয়ে একটা হাসি দিয়ে বললো…
চলবে…….

No comments

info.kroyhouse24@gmail.com