সেই তুমি|লেখক -আকাশ আহম্মেদ|৩য় পর্ব

গাড়িতে বসে আছি প্রায় 30মিনিট ….গাড়িটা কোন এক অছেনা বাড়ির গেটে গিয়ে থামলো …..তাকিয়ে দেখি আলিশান বাড়ী. ….কোন বিয়ে বাড়ি মনে হচ্ছে চারদিকে আলোর সমারোহ……….ভিতরে ঢুকার পর একজন চশমা পড়া লোক এসে বাবা কে বললো কেমন আছিস দোস্ত কতদিন পর দেখা ……..সবাই আড্ডা নিয়ে ব্যাস্ত……..আর এই সুযোগ আমি একটু বাসার ছাঁদে উঠলাম ……ছাদের এক কোনে বসে আছি আর আকাশটার দিকে তাকিয়ে আছি…….. হঠাৎ তাকিয়ে দেখি ছাদের অন্য কোনে একটা মেয়ে দাড়িয়ে আছি ……খোলা চুলে বেশ লাগতেছে মেয়েটা কে ……..তবে মুখটা এখনো দেখা হয় নি …… আমি একটু এগিয়ে গেলাম …….দেখি মেয়েটা পিছন ফিরে তাকিয়েছে ……মেয়েটা তাকাতেই আমি যেনো আকাশ থেকে পড়লাম…….একি নীলা আপনি এখানে ……নীলা:আরে আমার তো একই প্রশ্ন আপনি এখানে …….বাবার বন্ধুর মেয়ের বিয়ে তে এসেছি …..নীলা:ও তাই বুঝি…. আমি: হুম….নীলা আচ্ছা আপনি জানেন সেই মেয়েটা কে ….. আমি:না তা জানি না তবে সেই মেয়েটা যে আপনি না সেটা খুব ভালো বুঝতে পারছি…..
…নীলা : হুম আপনি ঠিক বলেছেন আমার বড় বোন দিয়ার বিয়ে…….এভাবে কিছুক্ষন কথা চলতে থাকলো……..নিচে এসে মায়ের সাথে কথা বলছিলাম মনে হচ্ছিলো আড়াল থেকে কেউ আমাকে ফলো করতেছে কিন্তু ঠিক বুঝতেছি না কে সে ……..বিকালে হলুদের অনুষ্ঠান চলতেছে সবাই একজন আরেকজনকে হলুদ মাখিয়ে কি মজা নিচ্ছে ….. আমি একটা গাছের নিয়ে দাড়িয়ে থেকে হাসতেছি ….আর সবার পাগলামি দেখতেছি……একি আমার মুখে হলুদ জামাতে ও হলুদ লেগে গেছে…..পিছনে তাকিয়ে দেখি নীলা হাসতেছি ‌…..হাসিটা অপূর্ব এই প্রথম নীলার হাসি দেখলাম …. খুব রাগ হয়েছিলো কিন্তু কেনো জানি না ওর হাসি দেখে সব রাগ নিমিসেই শেষ হয়ে গেলো ……ও আমাকে হলুদ লাগিয়ে দিয়ে একটা হাসি দিয়ে চলে গেলো……….দুপুরে সবাই খেতে বসলাম নীলা এসে আমার পাশের চেয়ারে বসেছে ……আসার পর থেকেই পিছনে পড়ে আছে ……. আমি খাচ্ছি আর ও তাকিয়ে তাকিয়ে দেখতেছে…..আর হাসতেছি ……খাওয়া শেষে একটা লম্বা ঘুম দিলাম ……কিন্তু কেউ একজন মুখে পানি দিয়ে আরামের ঘুমটা ভেংগে দিলো …. আমি রেগে কে আপনি আর এসবের মানে কি ‌…..তাকিয়ে দেখি নীলা হাসতেছে ……ও বললো আন্টি আপনাকে উঠিয়ে দিতে বলেছে…….. তারপর একটা মুছকি হাসি দিয়ে চলে গেলো……….
চলবে ……
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url