আদরীনি বউ | Written by Akash Ahamed | Part:2

বউটাকে দেখার খুব ইচ্ছে করতেছে‌‌‌‌.....কিন্তু অনেক লজ্জা লাগতেছে.....
আমি:আচ্ছা গোমটাটা সরাও না তোমাকে একটু দেখবো......
রিমি:ইসসস আপনি এমন কেনো হুম...... আপনি দেখতে পারেন.....
আমি রিমির গোমটাটা সরালাম ....গোমটাটা সরাতে ওর লজ্জা মাখা মুখটা আমার সামনে উঠলো ......আহারে কি লজ্জাবতী......মাশআল্লাহ এতো সুন্দর পরী একদম যেমন আমার স্বপ্নের পরী.....মেয়েটা অতোটা উচ্চ সুন্দরী না .....শ্যামলা ....তবে তার চোখের দিকে তাকিয়ে আমি তার প্রেমে পড়ে যাই......ইসসস কি সুন্দর কাজল কালো হরিনি চোখ পাগলিটার ......প্রথম দেখাতেই ওর প্রেমে পড়ে গেলাম........
হঠাৎ রিমি বলে উঠলো.....??
রিমি:কি ব্যাপার ....এভাবে কি দেখতেছেন.....??
আমি:পরী দেখি....!!
রিমি: হইছে আর পাম্পিং করতে হবে না.....!
আমি:সত্যি বলতেছি পাম্পিং না গো....
রিমি: হইছে হইছে কিন্তু এই বদ্ধ ঘরে আমার একদম ভালো লাগতেছে না .....
আমি:তাহলে এখন কি করবো......
রিমি:চলুন না একটু পুকুর পাড়ে যাবো.....
আমি:না না এতো রাতে বাহিরে যাবো না আমার খুব ভয় করে......
রিমি:কি যে বলেন.....চলুন তো......
রিমি আমার হাত ধরে বাসার বাহিরে নিয়ে আসলো..... এখন আমরা দুজনে পুকুর পাড়ে বসে আছি.....কি সুন্দর চাঁদের মায়াবী আলোয় আমার পাগলিটাকে খুব সুন্দর লাগতেছে......এখন বুঝতেছি প্রেম করার মজাই আলাদা তবে বিয়ের পরে বউয়ের সাথে প্রেম করার মজাড়া একটু বেশি..... হারানোর ভয় টা ও থাকে না .....বাবা মা কে অনেক ধন্যবাদ এমন একজন পাগলি কে আমার জীবনে এনে দেওয়ার জন্য .....রাত অনেক হয়েছে হঠাৎ করে কি যেনো একটা ভয়ংকর ডাক আসলো ......ভয়ে পাগলিটা আমাকে জড়িয়ে ধরলো .......
আমি:হা হা হা হা হা.... তুমি না অনেক সাহসি এখন তো দেখি আমার থেকে ও অনেক ভৃতু তুমি........
পাগলিটা লজ্জায় আমার বুকে ওর মাথাটা লুকালো.....
আমি:রিমি....
রিমি:হুম.....বলুন.....!
আমি:চলো অনেক রাত হয়েছে বাসায় যাবো আমার খুব ঘুম পাচ্ছে ........ রিমি:হুম যাবো কিন্তু একটা শর্ত আছে......
আমি:কি শর্ত শুনি......
রিমি:আমাকে কোলে নেন......
আমি: হি হি হি হি আসো......
www.jobcareer24.com

পাগলিটাকে কোলে নিয়ে বাসায় আসলাম......সারাদিনের এতো তোরজোড় এর পর আমি অনেক ক্লান্ত ‌‌......বাসায় এসে খাটে শুয়ে পরলাম......এমন সময় পাগলিটা বলে উঠলো......
রিমি:অই অই আপনি আমাকে একা রেখে ঘুমাবেন নাকি......?
আমি:হুম আমার খুব ঘুম পাচ্ছে........
রিমি:না না এটা হবে না ...... আপনি আমাকে রেখে ঘুমাতে পারবেন না .....
আমি:তাহলে কি করবো......?
রিমি:আমি আপনার বুকে ঘুমাবো......
আমি:আচ্ছা......পাগলি আসো.......
রিমি:অই অই আমি পাগলি না .......হুহ......
আমি:হি হি হি হি আচ্ছা বাবুনি আসো.....আমার খুব ঘুম পাচ্ছে........
অতঃপর পাগলিটা আমার বুকে মাথা রেখে ঘুমালো.......
সকাল সকাল রিমির মিষ্টি ডাকে ঘুম ভাংলো.....
রিমি:এই যে শুনছেন .......উঠুন না please......
আমি:কি হইছে সকাল সকাল ঘুমাতে দাও না একটু........
রিমি:না না আজান দিয়ে দিসে ঘুমানো চলবে না ..... তারাতারি উঠুন আর মসজিদে যান......
আমি আর না গুমিয়ে উঠে পরলাম..অজু করে মসজিদে গেলাম .....নামাজ পড়ে মসজিদ থেকে বের হলাম সকাল বেলার আবহাওয়াটা খুব সুন্দর ......চারদিকে কি মনোরম দৃশ্য আহ..........নিজেকেই হারিয়ে ফেলেছি.....কি মুগ্ধ বাতাস...... খুব আনন্দ হচ্ছে‌......বাসায় এসে দেখলাম বউ আমার নামাজ পড়তেছে......মোনাজাত শেষ করার সাথে সাথে আমি আমার পাগলিটার পাশে গিয়ে বসলাম.......ওর কপালে আলতো করে একটা চুমু দিলাম......আর জড়িয়ে ধরে বললাম......
আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আমার জীবনে এমন একজনকে পাঠানোর জন্য............জান জানো নামাজ পড়ে যখন এই সুন্দর প্রকৃতিতে পা দুলিয়ে হাঁটতেছি না জানি মনে র মধ্যে এক অদ্ভুত ভালো লাগা কাজ করে.....
রিমি: হুম রাতে ও অনেক জেগেছেন......এজন একটু ঘুমান..........
আমি: তুমি ঘুমাবা না .......
রিমি:আমি ঘুমালে বাড়ির কাজ করবে কে হুম...........সবার জন্য নাস্তা তৈরী করবো.....
আমি:ও আচ্ছা আমি তোমাকে একটু help করবো.......
রিমি:না আপনি একটু ঘুমান না হলে শরীর খারাপ করবে.............আর কাল থেকে help করতে পারবেন........
নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে এমন একটা বউ পেয়ে ...সত্যিই তুমি অসাধারন তোমার তুলনা হয়না রিমি..........
যাক রিমি রান্না নিয়ে ব্যাস্ত আর আমি এবার একটু ঘুমাই.......
সকাল দশটার দিকে আমার আদরীনির ভেজা চুলের সুবাসে ঘুম ভাংলো..........
রিমি:এই নিন টাওয়াল....... গোসল করে আসুন ..... আমি টেবিলে খাবার দিতেছি......
আমি:আচ্ছা ঠিক আছে........
ফ্রেস হয়ে সবাই মিলে নাস্তা করলাম..........এর পর রুমে এসে রেড়ি হচ্ছি অফিসে যাবার জন্য এমন সময় রিমি রুমে আসলো...... আমি ওর চাওয়াটা বুঝতে পেরেছিলাম...
রিমি: তারাতারি বাসায় আসবেন আর দুপুরে সময় করে খেয়ে নেবেন..........সাবধানে যাবেন.......
আমি পাগলিটাকে বুকে টেনে নিলাম আর বললাম....
আমি: তোমার মতো পাগলি বউ থাকলে তো অফিসে যেতেই মন চায় না... সারাদিন তোমার সাথে থাকতে মন চায়.......
রিমি: হইছে.... দেরী হয়ে যাচ্ছে অফিসে যান এখন........
আমি পাগলিটার কপালে একটা চুমু দিলাম আর বাসা থেকে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম..........

                                                              চলবে.......
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url