ভালোলাগা আর ভালোবাসা এক নয়

একটা মেয়ে রাস্তা দিয়ে হেটে যাচ্ছে । সে বুঝতে পারলো একটা ছেলে থাকে অনুসরণ করছে। কিছুক্ষণ যাওয়ার পর মেয়েটা দাড়িয়ে রইল এবং পিছনে ফিরে দেখল যে ছেলেটাও দাড়িয়ে আছে। মেয়েটা ছেলেকে ডেকে আনল এবং জিজ্ঞাসা করলো, তুমি আমার পিছু নিয়েছ কেনো? ছেলেটা বলল , আমি তোমাকে ভালোবাসি। এটা শুনে মেয়ে বলল,তোমার পিছনে দেখো আমার থেকে সুন্দর একটা মেয়ে আসছে !!!!! তখন ছেলেটা পিছন ফিরে তাকাল এবং দেখল যে কেউ নেই!!। তুমি যদি সত্যি আমাকে ভালবাসতে তাহলে তুমি সুন্দর ওই মেয়েকে দেখার জন্য পিছনে ফিরে তাকাতে না। তুমি আমার দিকে তাকিয়ে থাকতে! তোমার যেটা হয়েছে সেটা ভালোবাসা না সেটা ভালোলাগা…..!! ভালোলাগা আর ভালোবাসা এক নয় বুঝতে পাড়ছ?? ছেলেটি চুপ হয়ে গেলো আর মেয়েটি হেটে চলেগেল ..ভয়ে কয়েকদিন ছেলেটা ঔমেয়ের সামনে আসতে পারত না কারন সে তাকে অনেক  ভালোবাসতো যাকে সত্যকারের অনেক বেশি ভালোবাসাযায় তার সামনে দাড়িয়ে কথা বলাটাও অনেক কঠিন ব্যাপার । এভাবেই চলতে থাকে কিছু  দিন …
তারপড় মহল্লায় অন্য েএক মেয়ে আসে আর ছেলেটি ঔ মেয়ের সাথে প্রেমে হাবুডুবু খায় সত্যকথা যে ভালোলাগা আর ভালোবাসা এক নয়।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url