হোস্টেল লাইফ | লেখক | অনামিকা

হোস্টেল লাইফ | লেখক | অনামিকা

হোস্টেলে থেকে লেখাপড়া করা ছেলে-মেয়েগুলাই জানে জীবনের আসল মানে।
বাবা-মা,ভাই-বোন সবাইকে ছেড়ে কোনো এক দূর অজানায় এসে তাদের থাকতে হয়।
যেখানে কিনা ইচ্ছা থাকলেও তারা অনেক কিছু করতে পারেনা,আবার অনিচ্ছা থাকা সত্বেও অনেক কিছুই করতে হয়।
ইচ্ছা করলেই সে যা ইচ্ছা তা খেতে পারেনা,যখন ইচ্ছা ঘুমাতে পারেনা,সে তার স্বাধীন মতো চলতে পারে না।
তাদের সবসময় একটা বন্দী জীবন যাপন করতে হয়।
আমরা অনেকেই ভাবি হোস্টেল লাইফ অনেক মজা, কিন্তু যে সেখানে থাকে,সেই জানে কেমন মজা সেখানে।
যে মানুষগুলা কখনো নিজের হাতে এক গ্লাস পানি পর্যন্ত নিয়ে খেতো না,রান্না একটু খারাপ হলে তা মুখে তুলতো না,তারাই সেখানে চোখ মুখ বন্ধ করে খাবার খায়।
কারন কি জানেন? সে না খেলে কেউ তাকে জিজ্ঞেস করবে না,তুমি কেন খাও নি? কেউ বলবে না,একটু অপেক্ষা কর বাবা-মা,আমি অন্য কিছু এনে দিচ্ছি।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url