দুই দিদির দুই ননদ | লেখকঃ Samadder Chayon

সারা বিকাল আড্ডা দিয়ে সন্ধার দিকে বাড়ি ফিরলাম...উঠানের টিওবওয়েল থেকে হাত মুখ ধুয়ে ঘরে গেলাম..
:-সারাদিন এভাবে লাফিয়ে বেড়ালে হবে?(মা)
:-তো কি করবো?
:-বাবার সাথে একটু কাজ করতে পারিস তো..
:-পারবোনা..এখন পরীক্ষা শেষ।কয়েক দিন ভালোভাবে বেড়াবো?
:-যা তাহলে ঘুরে আয়..তোর বড়দি ফোন করেছিলো তোকে যেতে বলেছে..
:-ওদের বাড়ি যাবোনা..ছোটদির বাড়ি হলে যেতাম...
:-মৌ(বড়দি) এর বাড়ি অনেকদিন যাসনা..যা একবার ঘুরে আয়।মেয়েটা তোকে দেখার জন্য ছটফট করছে..
:-আচ্ছা আগে বড়দির সাথে কথা বলবো..তারপর যদি ইচ্ছে হয় তাহলে যাবো
:-আচ্ছা..
মায়ের সাথে কথা শেষ করে নিজের ঘরে আসলাম..এবার পরিচিত হই..আমি চয়ন..আমরা দুই বোন এক ভাই।আমি ভাইবোনদের সবার ছোট..বড় দিদির নাম মৌ..ছোট দিদির নাম তন্নি।দুজনেই বিবাহিত..বড়দিদি আমাকে অনেক ভালোবাসে।ছোটদিও ভালোবাসে..কিন্তু বড়দির বাড়িতে আমি তেমন বেড়াতে যাইনা..কারন ওর একটা ননদ আছে।আমার ছোট..ওখানে গেলেই জ্বালাতন করে খাই..সবসময় ভালোবাসি ভালোবাসি করে জ্বালাতন করে..তাই বড়দির ওখানে কম যাই..
আর বড়দির ননদ পড়াশোনাতে বেশ ভালো..তাই একটু দুরের কলেজে পড়াশোনা করে তাই হোস্টেলে থাকে..এখন বড়দিকে ফোন দিয়ে জানতে হবে..মিমি(বড়দির ননদ)বাড়িতে আছে কিনা?মিমি থাকলে যাবোনা..আর যদি মিমি বাড়ি না থাকে তবেই যাবো..তাই বড়দিকে ফোন দিলাম...
:-হ্যালো ভাই..কেমন আছিস?
:-ভালো আছি..তুই কেমন আছিস?
:-আমি ভালো নেই..আমার ভাইটাকে দেখতে খুব ইচ্ছা করছে..আসবি একবার?
:-আসতে পারি..যদি তোর ননদ মিমি বাড়িতে না থাকে..
:-মিমি থাকলে তোর কি সমস্যা?
:-খালি জ্বালাতন করে আমাকে..যদি মিমি না থাকে তাহলে যাবো
:-তাহলে আসতে পারিস..মিমি মামাবাড়ি গেছে
:-আচ্ছা তাহলে কাল আসছি..
:-ঠিক আছে ভাই..
বড়দির সাথে কথা বলা শেষ..এবার ছোটদির বাড়ি বেশি বেশি ঘুরতে যাওয়ার কারনটা বলি..ছোটদির ননদ..মধুমিতা আমার জান..মানে আমরা একে অপরকে ভালোবাসি..যদিও মধুমিতা আমার থেকে বড়..আপনাদের মধুমিতার কথা বলতে বলতেই ওর ফোন..
:-হ্যা বলো..
:-বাবুটা কি করতেছে এখন?
:-তোমার কথাই ভাবছিলাম..তুমি?
:-আমিও তোমার কথা ভাবছি..তোমাকে খুব মিস করছি..কবে আসবে?
:-আসবো খুব শিঘ্রই
:-ওক্কে..বাই
:-বাই..
মধুমিতার সাথে কথা বলা শেষ করে..ব্যাগ গোছাতে শুরু করলাম..
ব্যাগ গোছানো শেষে খাওয়া দাওয়া করে জমপেশ একটা ঘুম দিলাম...
সকালে পাখির ঢাকে ঘুম ভাঙলো..তখন বাইরে থেকে মা ডাক দিলো..
:-চয়ন উঠেছিস?
:-হুম..
:-তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খেতে আয়
:-আসছি..
হাতমুখ ধুয়ে খেতে গেলাম..প্রতিদিনের মতো আজও পান্তা ভাত খেতে হলো..এই নিয়ম বাবা তৈরি করেছে..সকালে পান্তা ভাত খেলে নাকি গায়ে শক্তি হয়..
:-কিরে কখন রওনা দিবি?(বাবা)
:-একটু পরে..
:-আচ্ছা যাওয়ার সময় কিছু টাকা নিয়ে যাস
:-আচ্ছা..
খাওয়া দাওয়া শেষে নিজের ঘরে গেলাম..আমার আবার পান্তা ভাত খেলে প্রচুর ঘুম পায়..তাই আবার শুয়ে পড়লাম..তখন বড়দি ফোন দিলো..
:-ভাই কতদুর?
:-এখনো রওনা দেইনি..
:-আসছিস না?
:-হুম..একটু পর বের হবো..
:-তাড়াতাড়ি রওনা দিস..বেলা হলে রোদ পড়বে।
:-আচ্ছা..তুই চিন্তা করিসনা..আমি ঠিক সময়ে চলে আসবো
:-আচ্ছা..
বড়দির সাথে কথা বলা শেষ হতেই ছোটদির ফোন..বলে রাখা ভালো।ছোটদি আমার আর মধুমিতার সম্পর্কের কথা জানে..
:-হ্যা ছোটদি বল।
:-ফোন ব্যাস্ত বলছিলো..কারন সাথে কথা বলছিলি?আমার ননদিনির সাথে?
:-না..বড়দির সাথে..
:-কি বললো দিদি?
:-আজ বড়দির বাড়ি যাবো..তাই কতদুর জানার জন্য ফোন করেছিলো..
:-তা হঠাৎ আজ দিদির বাড়ি কেনো?আগে তো যেতেই চাইতিস না..
:-অনেকদিন যাইনিতো তাই...
:-আচ্ছা..যা তাহলে
:-তুইতো স্বার্থপর..তোর বাড়িতে যেতেই বলিসনা।আর বড়দি প্রতিদিন যেতে বলে
:-আমি আসতে বললেতো..সাথে সাথেই চলে আসবি।তাই বলিনা..আর দিদি যেতে বললে যাসনা..তাই দিদি প্রতিদিন যেতে বলে।আর আমার বাড়ি এত বেশি আসলে সবাই সন্দেহ করতে পারে..
:-কিন্তু না গেলে যে তোর ননদ সন্দেহ করে..
:-কেনো?
:-নতুন কাউকে পেয়েছি বলে তাকে দেখতে যাইনা..সবসময় বলে
:-আচ্ছা..বড়দির বাড়ি ঘুরে এসে..আমার বাড়িতে কয়েকদিন এসে ঘুরে যাস
:-আচ্ছা..
ছোটদির সাথে কথা বলা শেষে..প্যান্ট শার্ট পরে ব্যাগ ঘাড়ে বাধিয়ে..মায়ের কাছ থেকে টাকা নিয়ে বড়দির বাড়ির দিকে রওনা দিলাম..
বাস থেকে নেমে একটা রিক্সা নিলাম..হঠাৎ কোথা থেকে বজ্জাত মিম ব্যাগ পত্র নিয়ে আমার পাসে এসে বসলো..যেখানে ভুতের ভয় সেখানেই রাত হয়..যার ভয়ে এখানে আসিনা..সে এখন আমার পাশে..
:-আরে মিম ব্যাগ পত্র নিয়ে কোথা থেকে হন্তদন্ত হয়ে কোথা থেকে আসলে?
:-মামাবাড়ি থেকে আসলাম..
:-চলে আসলে কেনো?আর কয়েকদিন পরে আসতে পারতে...
:-কয়েকদিন পরে আসলেতো তোমার সাথে দেখা হতোনা..তুমি আসো আর চলে যাও..
:-এবারও তাই করবো...(আস্তে আস্তে)
:-কি বললে শুনে পাইনি..
:-বলছিলাম আমি এখানে আসবো তুমি জানলে কিভাবে???????
.

                                                        To Be Continue..........
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url