এক রাতের প্রেম | পর্ব-১ | Writer : SA Sidratul Srity

হাতে নেয়া ছুরিটার দিকে সেই কখন থেকে অপলক তাকিয়ে আছে ইতি
.
পৃথিবীটাকে অর্থহীন মনে হচ্ছে। যাকে এতো বিশ্বাস করলাম সেই মানুষটাই এভাবে ঠকালো।
.
ভাবতেই বুক ফেটে চিৎকার করে কান্না আসছে।
.
বেঁচে থাকার কোন অর্থ খুজে পাচ্ছে না.
.
মনের মধ্যে কি চলছে কাউকে কিছু বলতেও পারছে না।
.
সব ঘোলা হয়ে আসছে। দু'চোখে অন্ধকার নেমে আসছে।
.
নাহ রাখতে চায় না সে এই জীবন।
.
হঠ্যা ফোনের রিং বেজে উঠল।
.
না চাইতেও ফোনের স্ক্রিনে ভেসে আসা মেসেজটা পরছে সে।
.
মেসেজটায় লেখা- আমি কি আপনাকে ফোন করতে পারি???
.
অপলক অবাক নয়নে তাকিয়ে আছে ইতি। মেসেজটা যেনো ডাকছে তাকে। কোন এক অজানা টান অনুভব করছে সে মেসেজটার প্রতি।
.
অজানতেই হাত থেকে ছুরিটা রেখে ফোনটা হাতে নিলো। অবাক হয়ে চেয়ে রইল। পরক্ষণেই রিপ্লাই করল।
.
ইতি- আপনি কে?????
.
ইতির মেসেজের সাথে সাথে জবাব এলো আমি রোদ। (রোদ নামটা শুনে বুকের মাঝে ধুক করে মোচড় দিয়ে উঠল) আপনার সাথে কথা বলতে চাই,আপনি অনুমতি দিতে।
.
মেসেজটা দেখে ইতি বসে রইল কি বলবে। কে এই রোদ??? কেনো কথা বলবে???? ইতি না করতে চাইছে কিন্তু পারছে না। আর হ্যা বলার কোন যুক্তি সে পাচ্ছে না। তাহলে কি করবে??
.
রোদেরর মেসেজ- কোথা হারিয়ে গেলেন???
.
শেষে কিছু না ভেবে একটা হুম লিখে মেসেজ রিপ্লাই করল।
.
মেসেজটা যাওয়ারর অল্প সময়ের মধ্যেই সেই নম্বরটা থেকে ফোন এলো।
.
ইতি ধরবে কিনা বুঝতে পারছে না। কি করবে। ভাবতে ভাবতেই ফোন কেটে গেলো। ফোন কাটতেই আরেকটা মেসেজ এলো।
.
রোদের মেসেজ- এটা কি হলো????
.
ইতির মেসেজ- আসলে আমি ফোনের কাছে ছিলাম না।
.
রোদের মেসেজ- হাউ মিন। তা ফোনের কাছে না থাকলে রিপ্লাই করছে কে?
.
ইতির মেসেজ- না মানে
.
রোদের মেসেজ- থাক বুঝতে পেরেছি আপনি ইন্টারেস্টেড না। সরি আপনাকে বিরক্ত করার জন্য।
.
ইতির খুব খারাপ লাগছে। মানুষকে কষ্ট দেয়াটা ইতি নিজেই নিতে পারে না।
.
পরক্ষণেই সে রোদের নম্বরে কল দেয়। কিন্তু রোদ কলটা কেটে দেয়। রিসিভ করে না।
.
ইতি আবার মেসেজ করল- ভাব দেখানো হচ্ছে???
.
রোদের মেসেজ- মোটেই না। আপনি আগ্রহী না তাই আপনাকে বিরক্ত করতে চাইছি না।
.
ইতির মেসেজ- আমি রিসিভ করতে পারিনি বলেই তো আবার কল দিলাম। আপনি তো ভাব দেখাচ্ছেন।
.
রোদের মেসেজ- মোটেও তা নয়।
.
ইতি আর কোন রিপ্লাই না দিয়ে সরাসরি ফোন দিয়ে দিলো আবার।
.
এবার রোদ ফোন রিসিভ করল।
.
রোদ- হ্যালো
.
(ইতি রোদের গলার অাওয়াজ শুনে কিছু মূহুর্তের জন্য যেনো থমকে গেলো। কিন্তু তাও বুঝতে দিলো না।)
.
ইতি- আসসালামু আলাইকুম, আসলে তখন ফোনটা.....
.
রোদ- ইটস ওকে ইটস ওকে আমাকে এক্সপ্লেইন করতে হবে না। আমি এমন কেউ না যে আমাকে কইফিওত দিতে হবে।
.
ইতি- না আসলে তা....
.
রোদ- আচ্ছা এখন বলেন কেমন আছেন??
.
ইতি- জানি না ( ইতি যেনো যতটাই রোদের শব্দ শুনছে ততটাই ঘোরের মধ্যে চলে যাচ্ছে। একটা অজানা নেশা খুজে পাচ্ছে রোদের কন্ঠে। যে নেশায় আসক্ত হতে কয়েকটা মূহর্তই যথেষ্ট)
.
রোদ- আচ্ছা তাহলে বলেন কি করছিলেন????
.
ইতি- মরতে যাচ্ছিলাম....
.
রোদ- কেনো????
.
ইতি- বেঁচে থাকা কারণ গুলো মিথ্যে হয়ে গেছে তাই......
.
রোদ- মরার আগে কি আমাকে একটু সময় দেয়া যায়???
.
ইতি চুপ করে রইল। সে যেনো একটু একটু করে কষ্ট গুলো ভুলে যাচ্ছে।
.
রোদ- মৌনতা সম্মতির লক্ষণ তাই সময়টা নিয়েই নিলাম। কি হয়েছে???
.
ইতি এবার কেঁদেই দিলো।
.
সে যেনো কাঁদার জন্য একটি কাধ খুজে পেয়েছে।
.
রোদ- প্লিজ আমাকে বলো।
.
ইতি- থাকনা আমার কষ্ট গুলো আমার বুকেই চাপা থাক।
.
রোদ- কেনো আমাকে বিশ্বাস হয় না???
.
ইতি- যাকে বিশ্বাস করেছিলাম সেই তো বিশ্বাস রাখলো না।
.
রোদ- যে বিশ্বাস রাখতে পারল না তার জন্য চোখের পানি??? সেকি তার যোগ্য???
.
ইতি- মন যে বিবেকের কাছে পরাজিত।
.
রোদ- ভালোবাসবে আমায়???
.
মূহুর্তের জন্য যেনো সব থমকে গেলো ইতির জন্য।
.
রোদ- পারবে আমায় আপন করে নিতে???
.
ইতি- তা কি সম্ভব???
.
রোদ- কেনো সম্ভব নয়???? আমি তোমার লেখার ছন্দ হবো। তোমার গল্পের আবেগেরর মায়া হবো।
.
ইতি- মায়ারা তো দিন শেষে হারিয়ে যায়।
.
রোদ কোন কথা না বলে ফোন কেটে দিলো।
.
ইতির কেমন যেনে নিজেকে নিঃশ্ব মনে হচ্ছিলো। পরক্ষণেই আবার ফোন দিলো।
.
রোদ- কেমন লাগলো??
.
(রোদের প্রতিটা কথা যেনো ইতির ভিতরে কামড়ে ধরছে)
.
ইতি- কে আপনি???
.
রোদ- যদি বলি আমি ভূত......
.
.
.
চলবে........
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url