Breaking News

Army Girlfriend | লেখকঃ Samadder Chayon

:-ভাইয়া একটু এদিকে আসবেন?(ছেলে আরমিঁ)
:-জ্বি..কিজন্য?
:-ম্যডাম ডাকছে আপনাকে?
:-আমাকে?কেনো?
:-সেইটা ম্যাডামই বলতে পারবেন
:-ঠিক আছে চলুন
:-চলুন..
অফিস থেকে ফিরে পাশের একটা স্কুলমাঠে কলিগরা মিলে আড্ডা দিচ্ছিলাম..স্কুল মাঠে আমার আরমি ক্যাম্প বসেছে..প্রায় ৫দিন হতে চলেছে..
হঠ্যাৎ একটা ছেলে সেনা ডেকে নিয়ে আসলো তার ম্যাডামের কাছে..
:-ম্যাডাম কেনো..ডেকেছেন জানতে পারি?
:-হুম..নাম কি আপনার?
:-জ্বী আমার নাম চয়ন
:-ওকে..প্রতিদিন এখানে আড্ডা দেন..কাজ করেননা?
:-জ্বি কাজ শেষেই আসি..এখানের পরিবেশটা অনেক মনোরম
:-হুম..কি করেন?
:-এইতো একটা বেসরকারী ব্যাংকের ক্যাশিয়ার পদে আছি..কিন্তু ম্যাডাম আমাকে কিজন্য ডেকেছেন?
:-আজকে গল্প পোষ্ট করেননি কেনো?
:-গল্প আর লিখবোনা..কিন্তু ম্যাডাম আপনি কেমনে জানলেন আমি গল্প লিখি?
:-এসব পরে বলছি..আগে বলুন গল্প লিখবেন না কেনো?
:-আসলে ম্যাডাম..ইদানিং কাজের চাপ বেশি তাছাড়া বাসাতে অনেক কাজ থাকে..সব কাজ শেষে ক্লান্ত লাগে..তাই আর গল্পের ভাবনা মনে আসেনা..
:-প্লিজ গল্প লেখা ছাড়বেন না..আপনার গল্প না পড়লে আমার ঘুম আসেনা..
:-কিন্তু ম্যাডাম সারাদিনের পরিশ্রমের পরে আর গল্প লিখতে ইচ্ছে করেনা..
:-তবুও লিখবেন..প্রয়োজনে অল্প করে লিখে পোষ্ট করবেন
:-আচ্ছা..চেষ্টা করবো
:-উহু..লিখতেই হবে
:-ওকে..আচ্ছা আপনার নামটা জানা হলোনা
:-আমি দিয়া..
:-আচ্ছা..এখন আসি আমাকে বাসায় যেতে হবে..
:-ওকে..নাম্বারটা দিয়ে যান
:-নাম্বার কি করবেন?
:-আহ..দিতে বলেছি দেন।এত জেনে কি করবেন?
:-ওকে নিন ০১৭২২….
:-ঠিক আছে..এখন যেতে পারেন
:-ঠিক আছে..আসি তাহলে
:-হুম
অতঃপর আরমি ম্যাডামের কাছ থেকে বিদায় নিয়ে বাসাতে এলাম..
পরিবারে আমি একা তাই বাসার কাজ আমাকেই করতে হয়..তাই দ্রুত কাজ শেষ করে।একটু রেষ্ট নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম তখনি ফোনটা বেজে উঠলো..
:-হ্যালো..কে বলছেন?
:-আমি..(মেয়ে কন্ঠ)
:-হুম..কিন্তু আমিটা কে?
:-দিয়া বলছি..বিকালে যার সাথে কথা বললেন
:-ওহ..ম্যাডাম আপনি
:-হুম..আচ্ছা আমাকে ম্যাডাম বলছেন কেনো?আমি কি আপনার অফিসের বস না টিচার?নাম ধরে ডাকবেন..আর আমি আপনার ছোট তাই তুমি করে বলবেন
:-ওকে..তবে তুমিও তুমি?
:-ওকে তুমি..কি করছো এখন?
:-এইতো রেষ্ট নিতে আসলাম
:-সরি..তুমি রেষ্ট নাও।কালকে বিকালে কথা হবে..
:-আরেহ না..ঠিক আছে বলো কি বলবে?
:-না থাক..কাল বিকালে দেখা হলেই বলবো..
:-কালকেতো দেখা হবেনা..
:-কেনো?কাল আসবেন এখানে?
:-না..কালতো শুক্রবার
:-ওহ..কিন্তু বিকালে একটু দেখা করতে পারবে?
:-যদি ঘুম ভাঙ্গে তাহলে যাবো..
:-মানে?
:-আমি প্রতি শুক্রবার ঘুমিয়ে কাটায়..তাই বললাম
:-ঘুমবাবু..কালকে বিকালে দেখা না পেলে খবর আছে কিন্তু
:-ওকে..কিন্তু আরমি অফিসাররা এত মিষ্টি কথা বলতে পারে জানা ছিলোনা..
:-হি হি..আসলে আমি ৬মাস মতো জয়েন করেছি..এজন্য অত কড়া হতে পারিনী
:-ওহ..তাই বলেন
:-হুম..কাল দেখা হচ্ছে
:-হুম..
অতঃপর বিছানা থেকে উঠে ডাল আর আলু ভাজি করলাম..এইটা আমার ফেবারিট খাবার..
খাওয়া শেষে ঘুমের দেশে হারিয়ে গেলাম..
ঘুমাতে একটু রাত হয়েছিলো..তাই উঠতে উঠতে দুপুর ১টা বেজে গেলে..আসলে শুক্রবারে আমি এমনি ঘুমাই..তারপরও আজকে একটু তাড়াতাড়ি উঠেছি..
যাহোক উঠে ফ্রেশ হয়ে রান্না করলাম..তারপর স্কুল মাঠের দিকে রওনা দিলাম।
স্কুলে গিয়ে দেখি সবাই তল্পিতল্পা গুছিয়ে গাড়িতে ভরছে মনেহয় চলে যাবে..আমি দিয়াকে ফোন দিলাম..
:-দিয়া কোথায় তুমি?
:-এইতো স্কুল রুমে আছি..কেনো?
:-আমি স্কুলের আম গাছের নিচে দাড়িয়ে আছি..
:-ওহ..তুমি এসেছো?দাড়াও আমি আসছি..
:-হু..জলদি আসো।খুব গরম লাগছে..
:-হুম..আসছি
অতঃপর ফোনটা কেটে দিয়ে অপেক্ষা করতে থাকলাম..
কিছুক্ষন পর দিয়ে আসলো..
:-কখন এসেছো?
:-এইতো কিছুক্ষন..তোমরা কি চলে যাবে?
:-নাহ..সেনারা চলে যাবে..অফিসাররা থাকবো..
:-ওহ..কি যেনো বলতে চাইছিল?
:-হুম..আমি তোমাকে ভালোবাসি।আর আমার হ্যা উত্তর চাই..না হলে গুলি করে উড়িয়ে দিবো
:-বাব্বাহ..এইটা প্রপোজ নাকি হুমকি?
:-যা খুশি ভাবতে পারো..এবার আমার উত্তর দাও
:-হুম উত্তর অবশ্যই দিবো..তার আগে আমার কিছু প্রশ্নের উত্তর দাও
:-হুম..বলো
:-আমাকে তুমি কেনো ভালোবাসো?
:-তোমার গল্প আমার খুব ভালোলাগে তাই..
:-তাহলে আমি বলবো তুমি আমাকে না..আমার গল্পকে ভালোবাসো
:-উহু..তোমার মন থেকে এতসুন্দর কল্পনা থেকে গল্প লেখো..তাই আমি যেহেতু তোমার গল্পকে ভালোবাসি তাহলে তোমার মনকে ভালোবাসি
:-এইটা কেমন যুক্তি?
:-সে যেমনই হোক..উত্তর দাও আগে
:-এতো ব্যাস্ত কেনো?উত্তর তো দিবোই।কিন্তু আমার মনে হয় তুমি খুব দ্রুত সিন্ধান্ত নিয়ে ফেলেছো..তুমি এখনো আমাকে পুরোপুরি চিনোনা..কিছুদিন সময় নাও তারপর ভেবে দেখো..
:-এই তোকে এত জ্ঞান দিতে বলেছি?মনে হচ্ছে আমি ওনার ছাত্রী..সোজা কথায় উত্তর দে..হ্যা নাকি না?
:-না বললতো গুলি করবে..
:-তাহলে রাজি?
:-না হয়ে উপায় আছে?
:-থ্যাংকু বাবু..উম্মাহহহহ
:-এই চুমু দিলা কেনো?
:-বাহ রে..আমার বফকে চুমু দিতে আবার কারন লাগবে নাকি?
:-তাই?(আমিও কম কিস..আমিও দিয়াকে জড়িয়ে ধরলাম)
:-এই ছাড়ো ছাড়ো..কি করছো?
:-কি করলাম?আলিঙ্গন করলাম
:-তাই বলে এখানে?কত লোক রয়েছে
:-থাকুক তাতে আমার কি?আমি আমার গফকে জাড়িয়ে ধরেছি..
:-আহা কি ভালোবাসা দ্যাখানো হচ্ছে এখন
:-ওহ..তাহলে চলে যাচ্ছি
:-ওলে বাবা..বাবুটা অভিমান করেছে দেখছি
:-না করেনি..
:-সেটাতো দেখতেই পারছি..আসো অভিমান ভাঙ্গিয়ে দিই
বলেই জড়িয়ে ধরলো..শুরু হলো একটি নতুন সম্পর্ক….
.

>>Tnx For Reading<<
><>THE END<><

No comments

info.kroyhouse24@gmail.com