Breaking News

বুকের বা পাশে (১ম পর্ব) ‎ | লিখা:- Hasibul Islam ( পুতু্ল বর)

ছেলেটা ঢাকা থেকে বাড়ি যাচ্ছে । ছেলেটার সাথে তার একজন বুন্ধুর যাওয়ার
কথা । কিন্তু সে যেতে পারবে না । দুইটা টিকেট কিনছিলাম । একটা অর্ধেক দামে
টিকেট কাউন্টারে জমা দিয়ে দিল । ছেলেটা বাসে বসে আছে । এমন সময় একটা মেয়ে
এসে বললো-

—— চাপেন আমি বসবো । ঐটা আমার সিট।
—— ও আচ্ছা বসেন ।রাস্তা খারাপ হওয়ার কারনে বার বার মেয়েটা সাথে ছেলেটা ধাক্কা খাচ্ছিল ।
কিন্তু মেয়েটা ভাবছে ছেলেটা ইচ্ছা করে ধাক্কা খাচ্ছে । তাই ছেলেটা রাগ করে
বাসে দাঁড়িয়ে যাচ্ছে । ছেলেটার অনেকটা রাস্তা যেতে হবে । ছেলটার পা
ব্যাথ্যা হয়ে গেছে তাই আবারও বসলো । ছেলেটা সিটে বসে বসে বড় ভাইয়ের মেয়ের
ছবি দেখতেছিলো । ছেলেটার মোবাইলে তার বড় ভাইয়ের মেয়ের ছবিই বেশি । মেয়েটা
ছোট হলেও অনেক কিউট । যখন মন খারাপ হতো তখনি ছেলেটা ঐছবি গুলো দেখতো ।
ছেলেটা ছবি দেখতে ছিলো এমন সময় দেখলো পাশে বসা মেয়েটা তাকিয়ে আছে । সে বললো-
—– মেয়েটা তো অনেক কিউট । আমি দেখতে পারি? (মেয়েটা)
—– হ্যা, অবশ্যয় । (ছেলেটা)
—– আমার বাড়িতেও একটা দুষ্টু আছে দেখবেন ?
—– ছবিগুলো ছেলেটা দেখতেছিলো । এমন সময় একটা মেয়ের পিক আসলো । ছেলেটা জানতে চাইলো মেয়েটা কে?
—– মেয়েটা বললো আমার কাজিন । সে ছবি তোলতে অনেক ভালোবাসে ।
—– আপনার মোবাইলে মনে হয় আপনার কাজিনের পিকই বেশি ।
—– হুম……. ওর নাম হলো নুসরাত ।

মেয়েটা বোরকা পড়া ছিলো তাই তার মুখ দেখতে পারে নি । বাসটা কোন কারনে
থামানো হইছে । মেয়েটা বাস থেকে নেমে মুখে পানি দিচ্ছে । ছেলেটা দেখে তো
অবাক । ছেলেটা মেয়েটাকে দেখছে । মেয়েটাও দেখছে ছেলেটা তার দিকে তাকিয়ে আছে ।
ছেলেটা আবার বাসে এসে বসে । মেয়েটাও তার জায়গায় গিয়ে বসলো । এইবার মুখোস
খুলেই বসে আছে । কথা বলতেছে । এভাবেই পরিচয় হয় মেয়েটার সাথে ।
—— আপনার নামটা তো জানা হলো না?
—— ঐ যে আপনাকে বলছিলাম আমার কাজিনের কথা । ওটাই হলাম আমি আর আমার নামই নুসরাত ।
মেযেটার বাড়ির কাছা কাছি চলে এসেছে বাস।
—– আমাদের বাড়িতে ঐ কিউট মেয়েটাকে দেখতে আসবেন কিন্তু ।
—– হ্যা, আসবো ।
—– কিন্তু আপনার সাথে যোগাযোগ করবো কিভাবে ?
—– মেয়েটা ছেলেটার মোবাইল নাম্বার নিয়ে যায় ।
নুসরাতের বাসা থেকে ছেলেটার বাসার দূরত্ব ৭ কিলোমিটার । ছেলেটা বাসায় ফিরার ২ দিন পর মেয়েটা ফোন দেয় ।
কিছু সময় কথা বলার পর মেয়েটা বলে কালকে আপনাদের বাড়িতে বেড়াতে আসবো ।
ছেলেটা বাড়িতে মেয়েটা এসেছিলো বন্ধু পরিচয়ে এবং সবারর সাথে পরিচিও হয় ।
ছেলেটাকে ওদের বাড়িতে যেতে বলে । ছেলে মেয়েটার বাড়িতে যা কিন্তু যাওয়ার পর
শুনতে পায় সে এগুলো শুনার জন্য একটুও প্রস্তুত ছিলো না ।

ইনশাল্লাহ্ বাকি অংশ আগামী পর্বে শেষ কারা চেষ্টা করবো ।

No comments

info.kroyhouse24@gmail.com