একটা মেয়ে রিকশায় করে তার বাসার দিকে যাচ্ছে।

একটা মেয়ে রিকশায় করে তার বাসার দিকে যাচ্ছে

একটা মেয়ে রিকশায় করে তার বাসার দিকে যাচ্ছে।
পথের মধ্যে এক বালক তার জন্য অপেক্ষা করছে। বালকটি বালিকাটির পিছন পিছন সাইকেল চালিয়ে যেতে লাগলো ।
******
মাস খানেক এভাবে চলার পরও ছেলেটির চাওয়া মেয়েটি না বুজার ভান ধরেই চলতে লাগলো।
********
তারপর হঠাৎ করে ছেলেটি মেয়েটির পিছনে হাটা বন্ধ করে দিলো।পরপর তিনদিন ছেলেটাকে দেখতে না পেয়ে মেয়েটি একটু চিন্তিত হয়ে পড়ল।
******
এভাবে দিন যেতে যেতে ১ মাস চলে গেলো। তারপর হঠাৎ একদিন রাস্তায় ছেলেটির সাথে মেয়েটির দেখা হলো।
ছেলেটাকে দেখেই মেয়েটি হা করে তাকিয়ে রইলো ছেলেটি যেহেতু ভীতু টাইপের ছিলো তাই ও আগের মতই হেটে চলে যাচ্ছিলো।
*******
হঠাৎ পিছন থেকে ছেলেটি মেয়েটির ডাক শুনতে পেলো। এই যে শুনছেন।ছেলেটি
মেয়েটির কাছে আসলো। মেয়েটির মনে অনেক রকমের প্রশ্ন এতদিন কোথায়
ছিলেন,কীভাবে ছিলেন।
*********
ছেলেটা উত্তর না দিয়েই হেটে চললো।
মেয়েটিও তার পিছন পিছন যেতে লাগলো তার সম্পর্কে জানার জন্য কৌতূহল জাগলো।
তারপর মেয়েটা তার সম্পর্কে জানতে গিয়ে জানলো যে ছেলেটা আসলে বাক
প্রতিবন্ধী। মেয়েটা তখন বুজতে পারলো ছেলেটা কেনো তার সাথে কথা বলেনি।
*******
তারপর কখন মেয়েটি ছেলেটিকে এতো ভালবেসে ফেলে বুজতে পারে নি।একদিন একটা
গোলাপ নিয়ে ছেলেটা মেয়েটাকে প্রপোজ করলো। ছেলেটি তার মনের কথা টা হাসি
মুখের মাধ্যমেই জানিয়ে দিলো।
মেয়েটিও ছেলেটির মুখের ভাষা বুজে নিলো।
আর এভাবেই তাদের ভালবাসাটা সার্থক হয়।
(ভালবাসতে একটি সুন্দর মন লাগে আর বেশি কিছু না)
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url