Breaking News

গল্পঃ স্বপ্ন কন্যা । পর্ব- ৫ম

এমন অবস্থায় আশিক খুব অসস্তিতে পড়ল।
সারকে কি বলবে,কিছুক্ষন দাড়িয়ে থাকার পর বললো,সার ভুল হয়েছে!
সরি সার।
সার বললো এরোকম ভুল যাতে আর না হয়।
সবগুলো ক্লাস শেষ করে আশিক তার মেসে চলে যায়,মেসে গিয়ে সে নিলার কথা ভাবতে থাকে যে,আসলে পৃথিবিতে ভালোবাসা বলতে কিছু নাই,
সবাই টাকাকেই ভালোবাসে।
কারন আজ আশিক গরিব থাকার কারনেই হয়তো নিলা তার ভালোবাসা মেনে নেয় নি!
আর অন্যদিকে নিলা আজকে কলেজে এসে আশিককে না দেখতে পেরে অস্থির হয়ে যায়,
এমন সময় নিলা ক্যাম্পাসে এ আশিকের কাছের বন্ধু উজ্জল কে দেখতে পায়।
নিলা দৌড়ে গিয়ে উজ্জল কে ডাক দিয়ে বলে,,,,,,
ভাইয়া আশিক কলেজে আসে না কেন?
ওর কি হয়েছে,
নিলার কথা শুনে উজ্জল চুপ করে থাকে,
কি বলবে কিছুই বুঝতে পারে না,
কারন সে তো আশিকের কাছে ওয়াদা করেছে যে,
আশিক এর ঠিকানা কাউকে সে দিতে পারবে না।
তাই সে চুপ করে নিলার সামনে থেকে চলে আসে।
আর নিলা খুব অবাক হয়ে যায়,উজ্জলের ব্যাবহার দেখে,
এমন সময় নিলার বান্ধবি আসে কলেজে,
সে নিলাকে দাড়িয়ে থাকতে দেখে জিঙ্গাসা করে,
এই কেন এখানে একলা একলা দাড়িয়ে আছিস কেনো?
নিলা উজ্জলের আচরন এর কথা খুকে বলে
তা বান্ধবিকে।
নিলা তখন বলতে থাকে আচ্ছা তুই কি আশিকের সমন্ধে কোনো কিছু জানিস নাকি,
নিলার বান্ধবি বলে,
আশিকা ভাইয়ারা আমাদের পাশের বাসায় ভাড়া থাকে।
নিলা তখন তার বান্ধবিকে বলে, তুই প্লিজ আমাকে একটু নিয়ে চল।
ওকে আয় চল!
নিলারা এখন আশিকদের বাসার সামনে দাড়িয়ে আছে,
কলিংবেল চাপতেই একটি মেয়ে দরজা খুলে দেয়,
নিলার বান্ধবি নিলাকে বলে এটাই আশিকের বোন।
আরে সিমা আপু আপনি,আসুন ভেতরে আসুন,
আপু উনি কে? ওর নাম নিলা।ওহ উনিই তাহলে নিলা আপু!!!!
আপু আপনার কথা ভাইয়ার কাছে অনেক শুনেছি।
নিলা বলে তোমার নাম কি?
আপু আমার নাম মারিয়া।
আচ্ছা মারিয়া তোমার ভাইয়া কোথায়?
এমন সময় মধ্যবয়সি এক মহিলা এসে বলল,
কি হয়েছে মারিয়া, কাদের সাথে কথা বলিস
মা দেখ কে এসেছে?
কে আসছে?
মা দেখ নিলা আপু আসছে।
একথা শুনে আশিকের আম্মু খুব রেগে যায়,
নিলাকে বলে,তুমি কেন এসেছ এখানে?
যাও চলে যাও বাসা থেকে?
তোমার জন্য আমার ছেলে আজকে অনেক দূরে,
কি দোষ করেছিল আমার আশিক,
যার জন্য তুমি তাকে এতো বড়ো সাজা দিলে।
কথা গুলো শুনার পর নিলার চোখ দিয়ে জল পড়তে ছিলো।
নিলা বললো আন্টি আমাকে ক্ষমা করে দেন।
আমার কাছে ক্ষমা চাও কেন?
যার সাথে অন্যায় করছো তার কাছে গিয়ে ক্ষমা চাও,
আন্টি আশিক কোথায় এখন?
আশিকের আম্মু বললো,আশিক ঢাকা কলেজে ট্রান্সফার নিয়েছে ও গতকালই চলে গেছে,
আচ্ছা আন্টি আপনি কি ওর নামবার টা আমায় দিতে পারবেন?
ওর ফোন বাসায় রেখে গেছে।
ও আচ্ছা আন্টি আমি এখন আসি তাহলে,
চল সিমা……..
আশিকের আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে,
নিলা আর সিমা চলে আসে,
নিলা বাসায় গিয়ে ভাবতেছে_______
কেমনে আশিকের ভুল ভাংগানো যায়,
এমন সময় নিলার আম্মু বলতাছে, কি ভাবছিস নিলা?
আম্মু আমি আর এই কলেজে পড়ব না,
আব্বুকে বলো তুমি,
কালকেই আমরা ঢাকা চলে যাব।
আর আমি ঢাকাতে আমাদের বাসা থেকেই কলেজ করতে পারব কারন আমাদের বাসে থেকে একটু দূরেই আমাদের কলেজ।
তুমি আব্বুকে বলে দাও আর এখানে আসার দরকার নাই,আমরা কালকেই ঢাকা চলে যাব।
আচ্ছা বলতাছি,কিন্তু হঠাৎ করে ঢাকা কলেজে পড়ার ইচ্ছা হলো কেন?
আসলে আম্মু আশিক আমার উপর রাগ করে ঢাকা কলেজে ট্রান্সফার নিয়েছে,
আর ওকে না দেখে আমি থাকতে পারব না।
তাই আমিও ঢাকা কলেজে ট্রান্সফার নিয়েছি,
আম্মু তুমি আজকে আকাশের স্কুলে গিয়ে গিয়ে ওর টিসি টা নিয়ে আসো।(আকাশ নিলার খুব আদরের ছোটো ভাই)।
আচ্ছা আমি যাইতাছি আকাশের স্কলে।
সব কিছু গুছিয়ে নিয়ে রাতের ট্রেনেই নিলা তার ছোটো ভাই ও তার আম্মু সহ রওয়ানা দিয়েছে।
ট্রেন চলছে______নিলার যেন মনে হচ্ছে ট্রেন কেন আরো জোরে চলছে না।
নিলার আম্মু ও তার ছোটো ভাই ঘুমিয়ে গেছে,
শুধু নিলা জেগে আছে,নিলার যেন সময় কাটতেছে না,কখন ঢাকা যাবে কখন আশিক কে দেখতে পাবে,
এই কয়েক দিনে নিলাও খুব ভালোবাবেই বুঝে গেছে আশিককে সে কতখানি ভালোবাসে।অবশেষে নিলারা ঢাকাতে এসে পৌছায়।
নিলার আব্বু এসেছে নিলাদের কে এগিয়ে নেওয়ার জন্য।
ট্রেন থেকে নেমে নিলা তার আব্বুকে দেখে দৌড়ে গিয়ে, জড়িয়ে ধরে কান্না করে দেয়।
নিলার আব্বুও এতোদিন পর নিলাকে দেখে খুব খুশি হয়।
তারপর নিলার পরিবারের সবাই মিলে গাড়িতে চড়ে বাসায় যায়।
এমন সময় নিলার আব্বু বলে মা আমাদের বাসার উপর তালাটা কিন্তু বাড়া দিয়ে দিয়েছি।
আর উপর তালাটা আমি মেস হিসাবে ভাড়া দিয়ে দিয়েছি,এখানে বেশ কিছু ছেলে থাকে।
কথাটা শুনার পর নিলার খুব রাগ হতে থাকে
কারন সে স্বাধীন ভাবে চলতে পারবে না,ঠিকমতো ছাঁদেও যেতে পারবে না।বাসায় এসে সব কিছু ঠিকঠাক করে নিলা শুয়ে পড়ে,তারপরেও রাতের আর বেশি বাকি নাই,ঘড়ির কাটাতে এখন ৪:০০ বাজে।নিলা আশিক কে ভাবতে ভাবতে গুমিয়ে যায়,
আর যখন তার ঘুম ভাংলো তখন সে দেখে দুপর হয়ে গেছে,নিজের উপরেই তার রাগ লাগতে লাগলো।
আজকে আর তার আশিকের সাথে দেখা হবে না।
শোসল সেরে নিলা ফ্রেস হয়ে টিবি দেখতে ছিলো,
এমন সময় তার ছোটো ভাই আকাস বলে,আপু আয় ছাদে যাই।
নিলা বলে চল!নিলা আকাশ কে আগেই ছাঁদে পাঠিয়ে দেয়, আর বলে তুই দেখে আয় ছাদে আর কেউ আছে কিনা।
আকাশ বলে আচ্ছা আপু।আকাশ একটু পরে এসে বলে আপু ছাদে কেউ নাই।
তারপর নিলা আর আকাশ ছাদে যায়, নিলা ছাদে যাওয়ার পর পাথরের মতো দাড়িয়ে যায়,
সে যেন ভুত দেখতে পেল!!!!!!!!

No comments

info.kroyhouse24@gmail.com