ভালোবাসা কি তা জানা নেই

কিন্তু তুমি আমার অভ্যাস। প্রতিদিনের পরনের আরামের নরম জামার মত, ঘুম ভেঙ্গে চোখে আসা নরম রোদের মত, তোমার ওই মুখটা দেখা আমার অভ্যাস, কন্ঠটা শোনা একটা অভ্যাস। নিকোটিনের ধোঁয়ার চেয়েও বেশি নেশা ওই মুখ ওই কন্ঠ ওই চোখ।
মাদক কি আমি জানিনা, কেউ যদি আমায় জিজ্ঞাসা করে নেশাদ্রব্য দেখেছি কি না? হয়ত ওই চোখগুলো দেখিয়ে বলব তোমার চোখের নেশা যেন পরিমাপ করে দেয়।
এই যে এত তিক্ততার পরও এতদূর আসা সেটা শুধু এই নেশা আর অভ্যাসের ভয়ানক শক্তিতে..।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url