নগ্ন নগর-স্নিগ্ধ পল্লী

নগ্ন নগর-স্নিগ্ধ পল্লী

যন্ত্রণাময় যান্ত্রিকতা
ক্লেশ বাড়ানো কৃত্তিমতা
চোখ পোড়ানো উজ্জলতা
নগরজুড়ে কি এক প্রকট নগ্নতা

নদীর পাড়ের সকাল বেলার স্নিগ্ধতা
গধুলী লগ্নে চলমান মেঘে মগ্নতা
প্রকৃতির মাঝে বিরাজিত এক অসীম অপার শুভ্রতা
গ্রাম জুড়িয়া ছড়ায় শুধু মুগ্ধতা আর মুগ্ধতা

শহরেতে প্রান অতিষ্ঠ,
মানুষে মানুষে শুধুই ছড়ায় উগ্রতা
দিন জুড়িয়া দেহ মনে শুধু
তাড়িয়ে বেড়ায় কি এক প্রকট ব্যাগ্রতা

গ্রামের মানুষ সরল সহজ
দেহ প্রাণ জুড়ে স্থীরতা
জীবন তাদের সাধাসিধে বড়
নদীর জলেতে বহতা

নগ্ন নগর ছেড়ে চল সবে
ফিরে চল যাই স্নিগ্ধ পল্লী পানে
হৃদয়ের মাঝে কান পেতে শোন
প্রকৃতি পল্লী তোমায় আমায় টানে..

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url