হালাল উপার্জন সুখি সংসার

স্ত্রীঃ এই তোমার শার্ট থেকে ঘামের এত বাজে গন্ধ কেন.??ভালো মানের বডি স্প্রে ব্যবহার করতে পারো না.?
স্বামীঃ ভালো মানের ইতো বডি স্প্রে ব্যবহার করি।কিন্তু অফিসের যে চাপ।সারাদিন দৌড়াদৌড়ি করতে হয়।প্রচুর ঘামাতে হয়।
স্ত্রীঃ বাড়িতে এসে সাথে সাথে ধুয়ে নিতে পারো না.??
স্বামীঃ সারাদিন অফিস করার পর আর ইচ্ছে করে না।খুব ক্লান্ত লাগে।সকালে গোসল করার সময় ধুয়ে নিবো।
স্ত্রীঃ তাই বলে আমার জামা কাপড়ের উপরে মেলে রাখতে হবে.??? তোমার শার্টের দুর্গন্ধে তো আমার জামা গুলো দুর্গন্ধ হয়ে যাচ্ছে।কাল থেকে বাসা এসেই বাথরুমে ফেলা রাখবা।সকালে গোসল করতে ধুয়ে নিবা।
স্বামীঃ তুমি তো গোসল করার সময় ধুয়ে দিতো পারো।তাহলে আমার একটু কষ্ট কম হতো.?
স্ত্রীঃ তোমার কি মনে হয় আমি সারাদিন বসে থাকি.??সংসারের কত কাজ করতে হয় খাবর আছে। তোমার জামা কাপড় তুমি ধুয়ে নাও।আমি পারবো না।
স্বামী লা জবাব…
আধুনিক আদর্শ লালিত সংসার।


স্বামীঃ এই তুমি প্রতিদিন আমি আসার পর পাঞ্জাবিকে এভাবে ধরে রাখো কেন.?? তোমার নাকে দুর্গন্ধ লাগে না.?
স্ত্রী :লাগেতো.কিন্তু দুর্গন্ধ না।আমার নাকে আতরের ঘ্রাণ লাগে।
স্বামীঃমানে…?
স্ত্রী ঃআপনার হালাল উপর্জনের ঘামের গন্ধ টা আমার কাছে আতরের ঘ্রাণের চেয়ে বেশি ভালো লাগে।তাই প্রতিদিন এভাবে ধরে ঘ্রাণ উপভোগ করি। আমি চাই এই গন্ধে যেন হারাম উপার্জনের দুর্গন্ধ না হয়।
স্বামী:ইনশাআল্লাহ। আমি কখনো তা হতে দিবো না।
স্ত্রী :আপনি একটু বিশ্রাম নিন।আমি পাঞ্জাবি টা ধুয়ে দিচ্ছি।তারপর একসাথে খাবো ইনশাআল্লাহ।
স্বামী:আপনাকে কষ্ট করতে হবে না।আমি সকালে ধুয়ে নিবো।আপনাকে সারাদিন কত পরিশ্রম করতে হয়।
স্ত্রী : কই আর পরিশ্রম করি।সারাদিন ঘরেই বসে থাকি।আর রান্না বান্না করি।আপনাকে অফিসে কত কাজ করতে হয়।আপনি একটু বসুন। আমি পাঞ্জাবি টা ধুয়ে আসছি।তারপর একসাথে খাবো ইনশাআল্লাহ।
স্বামী :তাহলে আমিও খাবার টা বেড়ে নিচ্ছি।
স্ত্রী : ঠিক আছে। ( মুচকি হাসি দিয়ে)
প্রায় ১৪০০বছর পুরানো মুহাম্মদ (সঃ) এর আদর্শে লালিত সুখি সংসার।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url