গল্পঃ বিষন্ন বিকেল

হঠাৎ একদিন দেখা হবে
হয়তো কোন এক বিষন্ন বিকেলে।
তোমার বয়স তখন চল্লিশের কোটায়,
চুলে পাক ধরেছে।
আমিও আর সেই যুবতী নেই,
চেহারায় বয়সের ছাপ পড়েছে।
তুমি এক মুহুর্থ হয়তো বুঝতে পারবেনা,আমি কি সেই?
অবাক হয়ে ভাব্বে।
কিন্তু না,এই চেহারা কি কখনো ভুলা যায়?
নাকি ভুলে গেলে চলে?
দু’জনে একসময় হারিয়ে যাবো পুরনো দিনে।
আমি বলবো,
জানো?তোমার কাধে মাথা রেখে গল্প শোনা হয়না অনেকদিন,
আনমনে তাকিয়ে থাকা হয়না তোমার মুখপাণে।
কখনো একাকি মনে যখন উঁকি দেয় স্মৃতি,
আনমনেই হেসে উঠি।
আসলে কি এটাই জীবনের নীতি?
স্বপ্নেও স্মৃতির পেছনে ছুটি।

হঠাৎ তুমি বলে উঠবে,অনেক্ষন হলো;
এবার তো যেতে হবে।
আমি উদাস মনে জিজ্ঞেস করবো,
আবার দেখা হবে কবে?
তুমি বলবে,
যখন একাকিত্ব ভর করবে,কাটবেনা সময় প্রতিক্ষায়।
এক পলক তাকিয়ে তুমি চলে যাবে সব স্মৃতি পেঁছনে ফেলে,
আমি রয়ে যাবো আবারও কোন এক বিষন্ন বিকেলের অপেক্ষায়।

হঠাৎ একদিন দেখা হবে
হয়তো কোন এক বিষন্ন বিকেলে।
তোমার বয়স তখন চল্লিশের কোটায়,
চুলে পাক ধরেছে।
আমিও আর সেই যুবতী নেই,
চেহারায় বয়সের ছাপ পড়েছে।
তুমি এক মুহুর্থ হয়তো বুঝতে পারবেনা,আমি কি সেই?
অবাক হয়ে ভাব্বে।
কিন্তু না,এই চেহারা কি কখনো ভুলা যায়?
নাকি ভুলে গেলে চলে?
দু’জনে একসময় হারিয়ে যাবো পুরনো দিনে।
আমি বলবো,
জানো?তোমার কাধে মাথা রেখে গল্প শোনা হয়না অনেকদিন,
আনমনে তাকিয়ে থাকা হয়না তোমার মুখপাণে।
কখনো একাকি মনে যখন উঁকি দেয় স্মৃতি,
আনমনেই হেসে উঠি।
আসলে কি এটাই জীবনের নীতি?
স্বপ্নেও স্মৃতির পেছনে ছুটি।

হঠাৎ তুমি বলে উঠবে,অনেক্ষন হলো;
এবার তো যেতে হবে।
আমি উদাস মনে জিজ্ঞেস করবো,
আবার দেখা হবে কবে?
তুমি বলবে,
যখন একাকিত্ব ভর করবে,কাটবেনা সময় প্রতিক্ষায়।
এক পলক তাকিয়ে তুমি চলে যাবে সব স্মৃতি পেঁছনে ফেলে,
আমি রয়ে যাবো আবারও কোন এক বিষন্ন বিকেলের অপেক্ষায়।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url