রূপসী | লেখাঃ নীভু

কবিতা – রূপসী

 

কে ভিজালো ঘাসের চাদর
শিশির বিন্দু প্রেমের আদর
কে হেঁটে যাই হৃদয় নগর
কে রূপসী প্রেমের কাতর,,

প্রেম ভেসে যাই মনের সাগর
ওলঠে ফিরে চাইছে নগর
কে তুমি গো রূপসী কন্যা
মনের বাগানে সাজা গো বন্যা,,
দিন হতে দিন যাচ্ছে কানন
তোমারি গল্প লিখছি স্বপন
আসবে কখন রূপসী সোহা
তোমার জন্য গাঁথি গো মালা,,
যৌবনে ফুঠেছে কবির রবি
শোনে না মোর জেন্ত জ্বলি
পুড়ে পুড়ে হয়েছি ছায়
বসে আছি গো রূপসী আশায়।

কবিতা -রবিরায়

 

আজ ভিজেছে মন কুয়াশায়
চেয়ে আছি বসে
তোমারি অপেক্ষায়
বুনছি বীজ ফসলের আশায়,,

পাখিদের কোলাহল দুলছে মন
শিশির ভিজা হাঁটছি নীর বন
প্রজাপতি দল ঘুরছে চারিপাশ
আজ দুলছে মন ছন্দ ছড়ায়,,
আজ ফুঠেছে ফুল বনলতায়
তোমারি পহর গুনে দিন হারায়
ছুটছি আমি নতুন রবি আশায়
তোমারি ছোঁয়াতে জ্বলিতে চাই
এই ভুবন পাড়ায়,,
রবিরায় ফুঠে উঠে তোমাতে
কত করে ডাকি আপন পাড়ায়
রইলে পরে কোন কাব্য ছড়ায়
তোমারি আশাতে দিন যে
আলো হারায়।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url