নিষ্ঠুর চাঁদ | লিখাঃ নীভু

চাঁদ হেঁসেছে নীল গগনে
ফুল ফুঠেছে বনে বনে
আসবে কখন বন্ধু জনে
মিষ্টি মাখা মধুর লঙ্ঘনে,,

ফাগুনী বাতাস রাঙ্গায় মনে
নতুন প্রেমে শাসায় বানে
জানালা খোলে রইলাম বসে
পুর্নিমা চাঁদে মায়া টানে,,
সাথী ছাড়া একলা জনে
কেমনে বুনবো জপমালা
নিয়ম রীতি একি রূপ
চাঁদ বুঝে না মনের রোগ,,
যৌবন বাতাস ভারে টানে
সাথী ছাড়া বাঁচি কেমনে
চাঁদ শুধু তার আশায় মারে
জ্বলে পুড়ে একলা পাণে।

সঙ্গ বালা

বুঝে না মনে বন্ধু বিহনে
কাটে না জ্বালা জপনা মালা,,

কৃষ্ণচুড়া রঙ্গে মাখিবো অঙ্গে
যৌবন ছুঁয়ে খুঁজি গো সঙ্গে,,
সাজে না সখা একলা একা
কাটে না বেলা তুমি বিনা জ্বালা,,
রইলে কোন পাশে বসে আছি পথে
রাখেছি তোরে বুকের বা’পাশে,,
নিষ্পাপ মনে ঘুরি গো বনে
ফুল কুড়ে তোর দিবো অঙ্গে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url