অন্ধকার রাজ্য | লিখা: নীভু
ও গো মনের রানী
কেমন তুমি, দূরে জানি
আমি তোমার রাজা
এ হৃদয় তাঁজমহল সাজা,,
সিংহাসন একলা একা
তোমার সিংহাসন শুন্য ফাঁকা
প্রদীপ জ্বালিয়ে আসবে কখন
অন্ধকারে ভেসে যায়, সব প্রজা,,
ভেবে মরে আজ রাজা
দুঃখ বেদনা, বড়ই শাজা
তুমি ছাড়া রাজ্যে অনিয়ম
কেঁদে যায় রাজার দু নয়ন,,
দিতে চাই রাজ্যের মুকুট খানি
রাজার হৃদয়ে শান্তির বানী
বিজয় হবে কি জানি..
… রানী মন খানি
বয়ে যায় তার দুঃখ গেলানী,,
ফুলে ফুলে…
… সাজিয়ে ছি বাগান খানি
মহারানী ঘুরে বেড়াবে বলে
আর দিও না, রাজারে শাজা
একটু ধরা দাও রানী,এ মানব কুলে।
.
রূপকথা
.
কে যেন হেঁটে যায়
আলতা রঙে খালি পায়
মনে তুফান তুলে যায়
কে তুমি রূপসী,
রূপকথার পড়শি,,
নুপুর পরা আলতো পায়
বেনারসি অঙে গায়
কবির মনে এঁকে যায়
সোহাগ চন্দন মাখে গায়,,
কবিতা ছড়ায় উঠল জুড়ে
সে যেন এক অন্যনা পরী
গান গেয়ে যায় মেঠো পথে
কবি দেখে তারে টোনা করে,,
রূপসী কন্যা, কি রূপের বড়াই
রূপ দেখে শত জ্ঞান হারায়
দেখে তারে স্নান করে যায়
পদ্ম লক্ষ্মীতা ফুল হেয়া
No comments
info.kroyhouse24@gmail.com