রিয়েল লাইফের মেয়েরা চকচকে ঝকঝকে হয় না!

তাদের মুখে ছোট ছোট লোম থাকে। তাদের সবাই ২৪ঘন্টা পার্লারে গিয়ে ফেসিয়াল করার চিন্তা করে না। কারো পক্সের দাগ বা কাটা দাগ থাকে।
তারা সারাক্ষন মেকাপ লাগিয়ে পার্ফেক্ট সেজে বসে থাকে না।

নীল শান্ত চোখ দেখি যে মেয়েটা আপনার বুকের একটা হার্টবিট মিস করিয়ে দিলো, তারও দিন শেষে বাড়ি গিয়ে লেন্সটা খুলতে হয়। ?

টানটান ঝড়নার মতো চুল দেখে যার প্রেমে পড়েছেন, স্নানের জল লাগলেই তার চুল
কুঁকড়ে যাবে আবার। ?

তখন কি করবেন? ?

উঁচু লম্বা দেখে ক্রাশ খান? সে ৫ ইঞ্চি হিলের তীক্ষ্ণ ব্যথা সহ্য করে হাসিমুখে আপনার সাথে দাঁড়িয়েছে। দিন শেষে ওই ফ্ল্যাট স্যান্ডেলেই ফিরতে হয়। ?

চাপা আঁটসাঁট পোশাক পড়ে খুব সুন্দর শরীরের মাপ দেখিয়ে ফেলেছে আপনাকে? খোঁজ নিয়ে দেখেন, বাড়িতে সে তার বাবার ঢোলা টিশার্ট পড়ে ঘুমায়! সেটাতেই আরাম! ?

একটি ভদ্রতা আছে scarce, freckles, প্রসারিত চিহ্ন এবং একটি বিশেষ গন্ধ!!

দামী পারফিউম লাগিয়ে আকর্ষণীয় সুগন্ধ কেনো দিতে হবে অন্য কাউকে?

প্রকৃতপক্ষে, একটি নারী একটি ফুলের বাগানের মত গন্ধ হবে না। তার ঘাম, মাংস এবং তেল তার নিজের সুবাস হবে!!

আমি বুঝি না কেনো এতোকিছু দিয়ে সেজেগুজে কারো মনোরঞ্জনকারী হয়ে একজন মেয়ে জন্ম নেবে?

সে তো পৃথিবীতে এসেছে খুব সাদামাটা, অনাড়ম্বর ভাবে!
সেভাবেই কি তাকে কারো পছন্দ করার কথা না? ভালোবাসার কথা না?

সে নিজের কাজ গুটিয়ে আপনার জন্য রান্না করে, ঘর সামলায়, আপনার একটা অংশ নিজের শরীরে ধারণ করে!

আর কতো চান?

অর্ধেক পৃথিবী তো তার পায়ে তুলে দেবার কথা পেঁয়াজ কাটার সময় হওয়া তার আংগুলের কাটা দাগ দেখে!

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url