মোহহীন ভালোবাসা || সীমা রহমান মেঘো


প্রেম নয়,
ভালোবাসি আপনাকে!

প্রেম হলে আমাদের ঘটা করে দেখা করতে হতো,
নিয়ম করে কথা বলতে হতো।

প্রেম হলে আপনার স্পর্শ পেতে আকুল থাকতে হতো,
অকারণে অভিমান করতে হতো।

প্রেম হলে আমাকে দামী উপহার দিতে হতো,
সামান্যতম ভুলে সম্পর্কটা ভেঙ্গে যেতো।

প্রেম হলে হারানোর ভয় থাকতো না,
অবিশ্বাসে সম্পর্কটা নড়েচড়ে যেতো।

প্রেম হলে বিনিময় থাকতো না,
আমাদের একে অন্যের সম্পর্কে জানার আগ্রহ
শেষ হয়ে যেতো।

আপনি ভালোবাসেন আমাকে,
আপনার ভালোবাসার মাধুর্য হলো’
আমাদের ঘটা করে দেখা করা হয় না,
দূরে থেকেও আপনি আমায় ভালোবাসেন।

ভালোবাসেন বলেই,
সারাবেলা কথা হয় না
তবুও যেনো মনে হয় আমাদের না বলা কথা,
শুনে নিয়েছি দু’জনে দু’জনের।

ভালোবাসেন বলেই,
অনুভব করতে কাছে যেতে হয় না,
অকারণে অভিমান করি না।

আপনার ভালোবাসায় মুগ্ধ হই…
আপনি কখনই আমাকে জোর করেন না কিছুতেই,
সেই সব প্রেমিকদের মতো কখনও বলেন না—
আমাকে তুমি করেই বলতে হবে,
প্রতিদিন তোমার একটা করে ছবি দিতে হবে
যতো দ্রত সম্ভব বার্তার উত্তর দিতে হবে,
ঘুম পেলেও ঘুমানো যাবে না
যতক্ষণ না আমার কথা শেষ হবে;
নিয়ম করে দেখা করতে হবে
মুঠোফোন কথা বলতে হবে।

ভালোবাসেন বলেই,
সামান্যতম ভুলে সম্পর্কটা ভেঙ্গে দেয়ার কথা চিন্তাও করেন না,
হারানোর ভয়ে বুকে ধড়ফড় করে আপনার,
কখনোও অবিশ্বাস করেন না আমাকে।

ভালোবাসেন বলেই,
আমরা একজন অন্যজনকে জেনেছি
তবুও যেনো আপনার শেষ জানা হয় না আমাকে,
যেকোনো কিছুর বিনিমেয় ভালোবাসেন আপনি আমাকে।

তাই প্রেম নয়,
ভালোবাসি আপনাকে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url