বাহারী মন || নীভু
ইচ্ছা ঘুড়ি উড়েছে আকাশে
স্মৃতি ডানায় ঘুরছি বাতাসে
দক্ষিণা হাওয়া দুলছে মন
স্বপ্ন চোরাই রাত্রি যাপন,,
শোনছি আমি আবেগ কাওয়ালি
গুনছি পহর একলা ছাওয়ালি
নীর ঘুম রাত্রি অন্ধ শহর
মনের বাগানে ফুঠে না টগর,,
মানব পাড়ায় ঘুরছে মন
উড়ছে ঘুড়ি না চিনে শন
না পাই আমি তোমারি মন
যৌবন খুঁজে বাহারী রং,,
তোমারি হাঁসিতে পরে জন
প্রেমে পরি সাজে গো সুজন
আশায় আশায় বাঁধি স্বপন
তুমি বিনা কাটে না প্লবন।
গুনছি পহর একলা ছাওয়ালি
নীর ঘুম রাত্রি অন্ধ শহর
মনের বাগানে ফুঠে না টগর,,
মানব পাড়ায় ঘুরছে মন
উড়ছে ঘুড়ি না চিনে শন
না পাই আমি তোমারি মন
যৌবন খুঁজে বাহারী রং,,
তোমারি হাঁসিতে পরে জন
প্রেমে পরি সাজে গো সুজন
আশায় আশায় বাঁধি স্বপন
তুমি বিনা কাটে না প্লবন।
এমন সকল কবিতা নিয়মিত পড়তে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন।
আমরা নিয়মিত কবিতা, ভালোবাসার গল্প সহ সকল ধরনের পোষ্ট আপডেট করে থাকি।
আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
বুকমার্ক করে রাখুন আমাদের ওয়েবসাইটটি।
No comments