Breaking News

নিষ্ঠুর পরী | লিখা: নীভু

ওগো মোর উম্মে হানী
রইলে পরে কোন গ্রহে জানি
সাজিয়ে রইলাম হৃদয় খানি
রাত্রি শেষে দুঃখের ঘানি,,
নিশিতে বসে তোমায় ভাবি
কে শোনিবে গল্পের রানী
হৃদয় বুনেছি সুখে বানী
কেঁদে যায় মোর নয়ন খানি,,
আসবে বলে কথা ছিল জানি
      কথা দিয়ে রাখনি মণি
কি দোষ আমার জানি
      হবে না কেন আমার তুমি,,
মিথ্যা মায়া বাঁধলে ঘর কেমনি
    তুমি ছিলে কলিজার মণি
আসল নকল হিসাব করিনি
নিজের চেয়ে ভালোবাসতাম
        …….. এই আমি,,
একটুও দাম দিলে না
             …….কেন জানি
কেন দূরে ঠেলে দিলে বুঝিনি
আমায় ভেবে কাঁদবে
    ………..  একদিন জানি।
.

রাঙা পাল

.
মিষ্টি মুখে দেখে হাঁসি
    মায়া পরে জানে ফাঁসি
কি জড়ানো যাদু ছায়া
   চোঁখের টোনায় মারলো কেঁয়া,,
তাই ভাবছি রূপালী রাতে
     কেমনে পালায় সঙ্গীর সাথে
সোনালী স্বপ্নে বেঁধেছি পাল
     পালাবো দুজন রক্ষীতা কাল,,
উঠবো দুজন নতুন ভোরেতে
    ঘর বাঁধবো বাবুই পাখিতে
সংসার সাজাবো দিয়া শিখাতে
    দুঃখ বেদনা সব ভুলিয়ে,,
উড়বো দুজন এক ঘুড়িতে
রং মাঁখবো পুর্নিমা রাতে
    স্নান করবো বাস্তবতে
হয়ে যাক না একটু সাথে,,
কেউ পাবে না আমাদের খুঁজে
     ঘর বাঁধবো অন্য রাজ্যে
তুমি হবে রানী
          আমি হবো তোমার রাজা
কেউ দেবে না আমাদের শাজা।

No comments

info.kroyhouse24@gmail.com