গল্পঃ আজো ভালোবাসি

একটা সময় ছিলো যখন তার একটা মেছেজের জন্য সারারাত যেগে থাকতাম“`
কিন্তু এখন আর থাকি না যানি তার মেছেজ আর কোনো দিনই আসবে না!!!
একটা সময় ছিলো যখন তোর নামটা মেছেজের প্রথম লাইনে থাকতো“`
আর এখন তোর নামটা কোথায় আমি নিজেও যানিনা!!!

একটা সময় ছিলো যখন আমার নাম্বারটা তোর কল লিস্টের প্রথমে থাকতো“` আর এখন ব্লক লিষ্টে!!!
একটা সময় ছিলো যখন তোকে দেখার জন্য বেহায়া মনটা ছটফট করতো“`
এখন আর করে না কারন আমি জানি সে আমায় ছেরে অনেক দুরে চলে গেছে!!!
একটা সময় ছিলো যখন আমায় ছারা তুই কিছু কল্পনা করতে পারতি না“`
আর এখন কল্পনা করিস ঠাকি কিন্তু আমায় নিয়ে না অন্য কাউকে নিয়ে!!!
একটা সময় ছিলো যখন তোর সাথে কথা বলার জন্য অনেকটা সময় বেলকনিতে কাটাতাম“`
আর এখনো বেলকনিতে সময় কাটই কিন্তু তোর সাথে কথা বলার জন্য না, সময় কাটাই নিকোটিনের ধোয়ার সাথে!!!
আর এত কিছুর পরোও আমি তোকে………

যেখানেই থাকো ভালো থেকো আমার মনের মানুষ???
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url