গল্পঃ আজো ভালোবাসি
একটা সময় ছিলো যখন তার একটা মেছেজের জন্য সারারাত যেগে থাকতাম“`
কিন্তু এখন আর থাকি না যানি তার মেছেজ আর কোনো দিনই আসবে না!!!
একটা সময় ছিলো যখন তোর নামটা মেছেজের প্রথম লাইনে থাকতো“`
আর এখন তোর নামটা কোথায় আমি নিজেও যানিনা!!!
একটা সময় ছিলো যখন আমার নাম্বারটা তোর কল লিস্টের প্রথমে থাকতো“` আর এখন ব্লক লিষ্টে!!!
একটা সময় ছিলো যখন তোকে দেখার জন্য বেহায়া মনটা ছটফট করতো“`
এখন আর করে না কারন আমি জানি সে আমায় ছেরে অনেক দুরে চলে গেছে!!!
একটা সময় ছিলো যখন আমায় ছারা তুই কিছু কল্পনা করতে পারতি না“`
আর এখন কল্পনা করিস ঠাকি কিন্তু আমায় নিয়ে না অন্য কাউকে নিয়ে!!!
একটা সময় ছিলো যখন তোর সাথে কথা বলার জন্য অনেকটা সময় বেলকনিতে কাটাতাম“`
আর এখনো বেলকনিতে সময় কাটই কিন্তু তোর সাথে কথা বলার জন্য না, সময় কাটাই নিকোটিনের ধোয়ার সাথে!!!
আর এত কিছুর পরোও আমি তোকে………
যেখানেই থাকো ভালো থেকো আমার মনের মানুষ???