অবন্তীর সংসার || পর্ব: ০২

পথে হেটে বাসায় ফেরার পথে আবির দেখলো একজন ভদ্রলোক তার জিনিসপত্র গুলো ৪ তলায় তোলা নিয়ে রিকশাওয়ালার সাথে কথা কাটাকাটি করছে..
আবির এগিয়ে গিয়ে বললো
-চাচা!! কিছু মনে না করলে আমি কি আপনার সাহায্য করতে পারি?
বৃদ্ধ লোকটি বেশ অবাক হলেন কারন দেখেতো মনে হচ্ছে বেশ সম্ভ্রান্ত তাহলে কেনো এতো নিচুঁ কাজ করতে চাইছে !!!  তিনি বললেন..
-তুমি করবে? 
-হ্যাঁ চাচা।  রিকশাওয়ালা যখন নিতে চাচ্ছে না তাহলে তো আপনাকেই কষ্ট করে নিতে হবে। তাই সাহায্য করতে চাইছি!!
-কত টাকা নিবে?
-না চাচা!! টাকা লাগবে না, এমনিতেও আমার কোনো কাজ নেই, বাসায় ফিরছিলাম তাই ভাবলাম...
-আচ্ছা,চলো তাহলে!!
.
.
জিনিসগুলো বাসায় পৌঁছে দিয়ে ফেরার পথে বৃদ্ধ লোকটি আবিরকে পিছুঁ ডাকলেন।বললেন..
-বাবা,এই নাও ২০০ টাকা। নিজের কাজে লাগিও।
-না চাচা।  আমার অবন্তী বলে,"সাহায্যের বিনিময়ে টাকা নিয়ে, সাহায্যটাকে টাকার দ্বারা মূল্যায়ন করো না!!! তাহলে হয়তো টাকাটা পাবে অন্যের ভালোবাসাটা নয়"
-বাহ্ খুব সুন্দর কথা। তাহলে বসে একটু বিশ্রাম করে যাও।
-নাহ চাচা। মা অসুস্থ!! বাসায় ফিরতে হবে!!
-তুমি কি চাকরি খুজঁছো? 
-হ্যাঁ চাচা। কিন্তু পাচ্ছি না।যোগ্যতা থাকলেও ঘুষ দেওয়ার সামর্থ্য নেই।
-আমি বুঝতে পারছি তুমি যথেষ্ট শিক্ষিত আর সম্ভ্রান্ত ঘরের!!! কিভাবে যে তোমাকে বলি... ইয়েএএ... মানে.. তুমি কি গাড়ি চালাতে জানো?
-হ্যাঁ কেন? 
-আমার একটা নিজস্ব গাড়ি আছে আর আমি বিশ্বস্ত কাউকে খুজঁছিলাম ড্রাইভার হিসেবে!! তুমি কি চাকরীটা নিতে চাও?
-যদিও চাকরীটা আমার খুব প্রয়োজন তবুও অবন্তীকে জিজ্ঞেস করা প্রয়োজন!!
-অবন্তী কে? বউমা?
-হ্যাঁ চাচা!! 
-খুব ভালোবাসো তাকে?
-হুম চাচা অনেক বেশি!!!
-আচ্ছা এই নাও আমার নাম্বার,সিদ্ধান্তটা জানিও!!
-আচ্ছা চাচা, আসি, ভালো থাকবেন,আসসালামু আলাইকুম!!
-ওয়া আলাইকুম আসসালাম।
.
.
বিকেল ৫ টা...
আজ আবিরের দেরী দেখে কিছুটা চিন্তা হচ্ছে অবন্তীর। কল দিবে দিবে ভেবেও দেওয়া হয়নি এতক্ষন।তাই ফোনটা হাতে নিতেই দরজায় ঠক ঠক আওয়াজ হলো।অবন্তী আর এক মুহূর্ত দেরী না করে ছুটে গিয়ে দরজা খুলে আবিরকে দেখতে পেল।আবিরকে তৎক্ষনাৎ জরিয়ে ধরে বললো..
-সেই কখন থেকে অপেক্ষা করছি!! কোথায় ছিলে এতক্ষন? আমার চিন্তা হয় না বুঝি?
বলতে বলতেই চোখের কোণে পানি চলে আসলো..
আবির মুচকি হেসে বললো..
-আমার পাগলীটা কি কাদঁছে?
-জানি না..
-এই কান ধরছি!! আর এমন হবে না। দেরী হলে আগে থেকেই জানিয়ে  দিবো,কেমন?
-..........
-ভালোবাসি !!
-ভালোবাসি আমিও!!
আচ্ছা অভিমানের পালা শেষ হলে কি আমি ঘরে প্রবেশ করতে পারি,মহারানী? 
-থাকি না আরেকটু... ছাড়ঁতে ইচ্ছে করছে না!!
-থাকলে তো সমস্যা নেই কিন্তু আমার যে বেশ খুদা পেয়েছে তাই...
অবন্তী দ্রুত আবিরকে ছেড়ে দিয়ে বললো..
-ইশশশ!! একদম খেয়াল নেই..  অনেকটা বেলা হয়ে গেছে আর তুমিতো কিছু খাওনি!!তুমি....

চলবে...
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url